Home ব্যবসা বাণিজ্য যে’তে হ’বে না কোথাও, বাড়িতে বসেই রেশন ও আধারের লিংক ক’রে নিন,...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যে’তে হ’বে না কোথাও, বাড়িতে বসেই রেশন ও আধারের লিংক ক’রে নিন, জেনে নিন প’দ্ধ’তি

বর্তমানে প্রত্যেক নথিপত্র সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। বর্তমানে আধারের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক থাকাও জরুরি। এবার থেকে বাড়িতে বসেই এই কাজ করে নিতে পারবেন গ্রাহক। এজন্য প্রথমে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করাতে রেশন কার্ড হোল্ডারকে https://food.wb.gov.in/ ওয়েবসাইটে ক্লিক করতে হবে।

এরপর সেখানে লিঙ্ক রেশন কার্ড উইথ আধার কার্ডে ক্লিক করতে হবে। তারপর রেশন কার্ডের ক্যাটাগরি নাম্বার জমা দিতে হবে। সেখান থেকে নিজের উপযুক্ত পরিসেবা বেছে নিন। এই পর্বে এ এবং বি অপশন পাবেন। সেখানে নিজের আধার কার্ড এবং মোবাইল নম্বর আপডেট করুন। এবার আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। নিজের সমস্ত নথি ঠিক আছে কিনা চেক করে নিয়ে ওটিপি সাবমিট করুন।

খাদ্য ও সরবরাহ দপ্তর এর তরফ থেকে জানানো হয়েছে এ বিষয়ে কোনো অভিযোগ থাকলে তা 1967 বা 1800 345 5505 নম্বরে ফোন করে জানাতে পারবেন। খাদ্য ও সরবরাহ দপ্তর থেকে সাম্প্রতিক টুইট বার্তায় এমনটা জানানো হয়েছে। আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক কিভাবে করাবেন তার সবিস্তারে বর্ণনা করা রয়েছে।