সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গ্রাহকদের পকেট কা’ট’লো SBI, ঋণে সুদের হা’র অনেকটা বা’ড়া’লো দেশের শী’র্ষ ব্যাংক

দেশের বৃহত্তম রাষ্ট্রীয় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের বড় ধাক্কা দিল। সম্প্রচি ব্যাঙ্ক ১০ বেসিক পয়েন্ট বাড়িয়েছে MCLR। নতুন হার ২০২২ সালের ১৫ এপ্রিল থেকে কার্যকর হয়েছে।

এর যেরে গৃহঋণ, গাড়ির ঋণের ক্ষেত্রে বেশি ইএমআই দিতে হবে গ্রাহকদের। এর আগে ব্যাঙ্ক অফ বরোদাও MCLR বাড়িয়েছিল। MCLR বৃদ্ধির জেরে এক রাতের জন্য ঋণের সুদের হার ধার্য করা হবে ৬.৭৫ শতাংশ।

এদিকে এক মাসের জন্যও ঋণে সুদের হার থাকবে ৬.৭৫ শতাংশ। এদিকে তিন মাসের জন্য ঋণের সুদের হার ধার্য হবে ৬.৭৫ শতাংশ। ৬ মাসের জন্য এই হার হবে ৭.০৫ শতাংশ।

আরো পড়ুন: রুপো জেতার পর এবার আন্তর্জাতিক সাঁ’তা’র প্রতিযোগিতায় সোনা জি’তে নিলেন মাধবন পুত্র

এদিকে এক বছরের জন্য ঋণের উপর সুদের হার থাকবে ৭.১০ শতাংশ। দুই বছরের জন্য সুদের হার হবে ৭.৩০ শতাংশ। এদিকে তিন বছরের জন্য ঋণ নিলে ৭.১০ শতাংশ হারেই সুদ দিতে হবে গ্রাহককে।

এদিকে ব্যাঙ্ক অফ বরোদাও গত ১২ এপ্রিল নয়া সুদের হার কার্যকর করেছে। এক রাত, এক মাস, তিন মাস এবং ছয় মাস মেয়াদের ঋণের জন্য এমসিএলআর যথাক্রমে ৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছে ব্যাঙ্ক অফ বরোদা।