সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার জনসাধারণকে আইনি পরা’ম’র্শ দিতে ও সমস্যা থেকে মু’ক্তি দি’তে ‘দুয়ারে উকিল” কর্মসূচি

দুয়ারে সরকার হলো গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা ওয়ার্ড স্তরে আয়োজিত আউটরিচ ক্যাম্প। এর মাধ্যমে জনগণের দোরগোড়ায় রাজ্য সরকারের সুনির্দিষ্ট স্কিম পৌঁছে যায়।সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিভিন্ন সুবিধা প্রদানের জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পটি চালু করেছিল।

কখনও কখনও যোগ্য ব্যাক্তিরা সচেতনতার অভাবে স্কিমগুলির সুবিধা পেতে সক্ষম হয় না,সরকারি দফতরের দুয়ারে দুয়ারে ঘুরে নাকানি চুবানি খেতে হয়।অনেকসময় অনলাইন আবেদনের সুবিধাও পাওয়া যায় না। এই পরিস্থিতি থেকে জনগণকে রক্ষার্থে পশ্চিমবঙ্গ সরকার প্রথমবার 1 ডিসেম্বর, 2020 সালে দুয়ারে সরকার ক্যাম্প চালু করেছিল।

দুয়ারে সরকার, দুয়ারে পুলিশ এর পর এবার হুগলিতে শুরু হল ‘দুয়ারে উকিল’ প্রকল্প! গ্রামবাসীদের আইনিভাবে সাহায্য করতে হুগলির কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতে আসেন আইনজীবীরা।কানাইপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় ক্যাম্পটি পরিচালনা করা হয়।

আরো খবর: কর্মীরা অফিসে কা’জে ব্যস্ত, হঠাৎ সিংহ ঢুকতেই বি’প’ত্তি, জ্ঞান হা’রা’নো’র মতো অবস্থা সকলের

কলকাতা হাইকোর্ট, হুগলি জেলা আদালত এবং শ্রীরামপুর মহকুমা আদালতের আইনজীবীদের ক্যাম্পটিতে যোগ দিতে অনুরোধ করা হয়। হাজির ছিলেন মোট ১০ জন আইনজীবী। সকাল থেকে পঞ্চায়েত কার্যালয়ে এই আইনি পরিষেবার ক্যাম্পটি চালু হয়।

প্রতিমাসের শেষ শনিবার করে ‘ দুয়ারে উকিল ‘ পরিষেবা পাবেন গ্রামবাসীরা,এমনটাই জানিয়েছেন কানাইপুর গ্রামের প্রধান আচ্ছালাল যাদব। আচ্ছালাল যাদব জানিয়েছেন যে, ” গ্রামে চালু হল ‘দুয়ারে আইনি’ পরিষেবা।

তৃণমূলের লিগ্যাল সেলের আইনজীবিরা কানাইপুর গ্রাম পঞ্চায়েতে এসেছেন সাধারণ মানুষকে আইনি সুবিধা ও পরামর্শ দেওয়ার জন্য।জমি-বাড়ির খাজনা সংক্রান্ত বিবাধ,অন্যান্য আইনি জটিলতার থেকে গ্রামবাসীদের সহজে উদ্ধার করতে, গ্রামবাসীদের সুষ্ঠু জীবনযাপনের লক্ষেই এই উদ্যোগ।’