Home আবহাওয়া সরস্বতী পুজো মাটি করতে প্র’স্তু’তি নি’চ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, জানুন হাওয়া অফিসের বা’র্তা

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সরস্বতী পুজো মাটি করতে প্র’স্তু’তি নি’চ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, জানুন হাওয়া অফিসের বা’র্তা

রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর এর তরফ থেকে সম্প্রতি সতর্ক করে এমনটাই জানানো হয়েছে। স্বরসতী পূজার সময় রাজ্য জুড়ে বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে 4 ঠা ফেব্রুয়ারি থেকে দুদিন ধরে রাজ্য জুড়ে বৃষ্টি শুরু হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আগামী কয়েকদিনের মধ্যে উত্তর এবং দক্ষিণ ও পশ্চিমাঞ্চল অর্থাৎ সম্পূর্ণ রাজ্যজুড়ে বেশ কয়েক ডিগ্রী তাপমাত্রা কমতে চলেছে বলে জানানো হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর আগামী পাঁচ দিন রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দার্জিলিং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। তাছাড়া রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও তাপমাত্রা কিছুটা কমেছে।

আগামী কয়েকদিনে রাজ্যের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরো কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা 5 ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। সপ্তাহের শেষে ফের শীতের আমেজ ফিরতে চলেছে। এবারের শীতে পশ্চিমী ঝঞ্ঝা এবং নিম্নচাপ মাঝেমধ্যেই সঙ্গী হচ্ছে। যার ফলে বাধাপ্রাপ্ত হচ্ছে শীত।

এদিকে পশ্চিমী ঝঞ্ঝা কেটে গিয়ে উত্তুরে হাওয়ার দাপট বাড়তে চলেছে। যদিও শীতের মেয়াদ খুব বেশিদিন স্থায়ী হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের শুরু থেকে তাপমাত্রা আবার বাড়তে চলেছে।