সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১ থেকে ১০০ হতে সময় লাগবে না, আত্মবিশ্বাসী নবনির্বাচিত কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাস

১ থেকে ১০০ হতে বেশী সময় লাগবে না, এমনই বার্তা সাগরদিঘি উপনির্বাচনে জয়লাভ করে। প্রথমবার ভোটে জয়, আর তারপরেই বিধানসভায় পা রাখা। জোটের ফলেই এমনটা সম্ভব হয়েছে বাম ওকংগ্রেসের প্রার্থী বায়রন বিশ্বাস শনিবার বিধানসভায় আসেন ও সেখানেই শপথ গ্রহণের দিনক্ষণ ঠিক করতে আসেন।

দেখতে গেলে তিনিই এখন একমাত্র মুখ বাম ও কংগ্রেসের। সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করে তখন তিনি একেবারে আত্মবিশ্বাসের সাথেই বলেন ১ থেকে ১০০ হতে বেশী সময় লাগবে না।

তিনি একেবারে একটি বিলাসবহুল গাড়িতে করেই পৌছায় বিধানসভায়, তার সাথে ছিল বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন কংগ্রেস বিধায়ক নেপাল মাহাতো ও অসিত মিত্র। শপথ গ্রহণের দিণক্ষণ এখনও ঠিক হয় নি তেমনভাবে।

আরো খবর: চাকরি বি’ক্রি করার জন্য জেলে মামা, মা-মাসিরও চাকরি বা’তি’ল, র’হ’স্য’জ’ন’ক মত্যু ছাত্রীর

বিধানসভায় কিছুক্ষণ থেকে অবশ্য তিনি বেরিয়ে আসেন। তারপরেই তিনি তার মতামত ব্যক্ত করেন সাংবাদিকদের কাছে। তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে বাম কংগ্রেস জোটের প্রতিনিধি পেল বিধানসভা, যেটা খুবই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।