সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চাকরি বি’ক্রি করার জন্য জেলে মামা, মা-মাসিরও চাকরি বা’তি’ল, র’হ’স্য’জ’ন’ক মত্যু ছাত্রীর

নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই সরগরম বাংলার রাজ্য রাজনীতি। গ্রুপ সি’র ৮৪২ জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।তদন্তে কেঁচো খুঁড়তে গিয়ে ফের কেচ্ছা বেরিয়ে পড়ছে।সূত্রের খবর, যেসকল গ্রুপ সি কর্মীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে তাদের কারও নম্বর বাড়ানো হয়েছে,আবার কারও অদ্ভুতভাবে ওএমআর শিটে নম্বর বেশি দেওয়া থাকলেও সার্ভারে কম নম্বর আপলোড করা হয়েছে। অর্থাৎ যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে,অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে।

সব ক্ষেত্রেই নম্বরের গোলযোগ হয়েছে। এই দুর্নীতিকে কেন্দ্র করে প্রাণ হারালো এক ছাত্রী। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রিয়াঙ্কা ঘোষ (২০)। মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞার কোগ্রাম এলাকার বাসিন্দা সে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

রিয়াঙ্কার মামা কৌশিক ঘোষ। নিয়োগ দুর্নীতিতে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল এনার বিরুদ্ধেও। টাকা নিয়ে অযোগ্য প্রার্থীদের চাকরি বিলি করেছে সে, বর্তমানে রয়েছে জেলে। রিয়াঙ্কার মা বীরভূমে সত্যনারায়ণ শিক্ষা নিকেতন গার্লস স্কুলে গ্রুপ সি পদে কর্মরত ছিলেন।

আরো খবর: বিরাটের নামে গু’রু’ত’র অ’ভি’যো’গ দায়ের, গুজরাট পুলিশকে গ্রে’ফ’তা’র না ক’রা’র আবেদন দিল্লি পুলিশের

গ্রুপ সি ভুয়ো নিয়োগে চাকরি বাতিল হয় তাঁর। এমনকি চাকরি হারায় রিয়াঙ্কার মাসির ডালিয়ারও। সূত্রে খবর, এরপর থেকেই মারাত্মকভাবে মানসিক আঘাত পায় রিয়াঙ্কা। প্রতিবেশীরা জানিয়েছে , রবিবার দুপুরে নিজের ঘরেই ছিল রিয়াঙ্কা। অনেক্ষণ কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ঠেলে ভিতরে ঢুকে যায়।

সেখানে তারা দেখেন, গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন রিয়াঙ্কার নিথর দেহ। পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ।