সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স’ম্প্র’তি প্রায় ১৬,৪৮৮ টি ঘর বা’না’নোর পরি’কল্প’না নিল কেন্দ্র সরকার! জা’নু’ন কারা কারা পা’বেন?

স'ম্প্র'তি প্রায় ১৬,৪৮৮ টি ঘর বা'না'নোর পরি'কল্প'না নিল কেন্দ্র সরকার! জা'নু'ন কারা কারা পা'বেন?

প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন বাড়ি তৈরি করার অনুমোদন দেওয়া হয়েছে। এই দফাতে শহরাঞ্চলে প্রায় ১৬,৪৮৮ টি ঘর বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় এ পর্যন্ত ১.১৩ কোটি বাড়ি তৈরি করা হয়েছে। এই যোজনাতে কার্যত সরকারের তরফ থেকে গৃহহীনদের বাড়ি তৈরি করে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গৃহহীন মানুষদের বিভিন্ন ভর্তুকি দেওয়া হয় যাতে তারা বাড়ি বানাতে পারেন অথবা ফ্ল্যাট কিনতে পারেন। সরকার কেন্দ্রীয় স্বীকৃত ও নজর রাখার সমিতি-র ৫৪ তম বৈঠকের আয়োজন করা হয়েছিল সম্প্রতি। সেখানে সমগ্র দেশের ১৩ টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকা অংশগ্রহণ করেছিল।

সাধারণ মানুষকে এই পরিষেবা দেওয়ার জন্য সরকারের তরফ থেকে মোবাইল আধারিত যোজনা চালু করা হয়েছে যা প্রথমে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর নিজের ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে লগইন আইডি তৈরি করতে হবে। লগইন সম্পন্ন হলে মোবাইলে একটি ওটিপি আসবে। তারপর লগইন করলে প্রয়োজনীয় সব তথ্য পেয়ে যাবেন।

আগে এই আবাস যোজনা সুবিধা কেবল গরিব মানুষেরাই পেতেন। বর্তমানে অবশ্য এই যোজনাতে উদারীকরণ এনে গ্রাম ও শহর এলাকার গরীব ও মধ্যম আয়ের মানুষদের এর অধীনে আনা হয়েছে। প্রথমে এই প্রকল্পের লোন বাবদ ৩-৬ লক্ষ টাকা পাওয়া যেত। তবে এখন সেটা বাড়িয়ে ১৮ লক্ষ টাকা অবধি করা হয়েছে।