সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

‘দেশের মাটি’ ধারা’বাহি’কে স’ম’স্ত চ’রি’ত্র’ই ভী’ষ’ণ’ভাবে গু’রু’ত্ব’পূ’র্ণঃ অভিনেত্রী পায়েল

দেশের মাটি ধারাবাহিকে সমস্ত চরিত্রই ভীষণভাবে গুরুত্বপূর্ণঃ অভিনেত্রী পায়েল

স্টার জলসার এই মুহূর্তে জনপ্রিয়তা সিরিয়াল হলো দেশের মাটি। এই সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করছেন নোয়া ওরফে শ্রুতি দাস। মুখ্য চরিত্র ছাড়া অপর একটি চরিত্র মাম্পি এই মুহূর্তে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। গল্পের খাতিরে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে মাম্পি। তবে এই সিরিয়ালে আরো একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী পায়েল দে কে। উজ্জয়িনীর সম্ভাবনাময় চরিত্র কিছুটা হলেও কি অন্য দুই চরিত্রের অন্তরালে চলে যাচ্ছে না? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠেছে সকলের মনে। প্রশ্ন উঠতে শুরু করেছে ডোডো ও উজ্জয়নীর সমীকরণ নিয়ে।

এবার এই বিষয়ে মুখ খোলেন স্বয়ং পায়েল। পায়েল জানালেন, দেশের মাটি ধারাবাহিকে সমস্ত চরিত্রই মুখ্য। এটি এমন একটি সিরিয়াল যেখানে সমস্ত চরিত্র ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সব চরিত্র একে অপরের পরিপূরক বলা চলে। প্রত্যেকটি জুটি এক একটি নিজস্ব কাহিনী তৈরি করতে পারে। গত এক বছর ধরে তিনি দেশের মাটিতে উজ্জয়নের ভূমিকায় অভিনয় করছেন। লেখিকার লেখনীর জাদুতে আপাতত উজ্জয়িনীর উত্তরণ কিছুটা হলেও সম্ভব হয়েছে।

পাশাপাশি অভিনেত্রী বলেছেন, এই ধারাবাহিকে অভিনয় করতে করতে পায়েল একপ্রকার ভালোবেসে ফেলেছে এই চরিত্রটিকে। এই চরিত্রটি লীনা গঙ্গোপাধ্যায় যেভাবে লিখেছেন, তা অন্য চরিত্রগুলি তুলনায় একেবারেই আলাদা। পায়েলের মতে, উজ্জয়িনীর সঙ্গে স্বামীর সম্পর্ক সেই ভাবে সহজ না হলেও পরিবারের সকলের সঙ্গে উজ্জয়িনী র সম্পর্ক বেশ ভালো। নিজের সমস্যার সমাধান সে নিজেই করে দিতে পারে। এক কথায় সে একজন স্বাধীনচেতা এবং আত্মবিশ্বাসী মহিলা। তাই পায়েল মনে করেন, এই চরিত্রটি নোয়া অথবা মাম্পির তুলনায় কোনো অংশে কম নয়।