সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শ্বশুরের ATM কা’র্ড নিয়ে টা’কা তুলতে গিয়েছিলেন জামাই! কার্ড আ’ট’কে যেতেই যা হ’লো

এটিএমে টাকা তুলতে গিয়ে এটিএম কার্ড আটকে যায় মেশিনে। বহুক্ষণ ধরে অপেক্ষা করার পর এটিএম কার্ড বের করতে না পেরে অবশেষে বিরক্ত হয়ে এটিএম এর কাউন্টারটির শাটার বন্ধ করে তালা ঝুলিয়ে দেন। ঘটনাটি ঘটেছে মাথাভাঙা শহরে।

ওখানকার বাসিন্দা এক ব্যক্তি একটি বেসরকারি ব্যাংকের এটিএমে শ্বশুরের এটিএম কার্ড নিয়ে টাকা তুলতে গিয়েছিলেন। ওই ব্যক্তির নাম চিন্ময় চক্রবর্তী। চিন্ময় বাবু জানিয়েছেন, তার শ্বশুর অসুস্থ থাকার কারণে তিনি তার শশুরের এটিএম কার্ডটি নিয়ে টাকা তুলতে এসেছিলেন ওই এটিএম এ।

টাকা তুলতে যাওয়ার সময় যখন টাকার পরিমাণটা টাইপ করেন,হঠাৎই এটিএম কার্ডটা আটকে যায় মেশিনে। অনেকক্ষণ ধরে চেষ্টা করেন তিনি কার্ডটি বের করার জন্য কিন্তু পারেননি, অবশেষে না পারায় অপেক্ষা করছিলেন এটিএম এর কোনো কর্মীর আসার জন্য।

আরো পড়ুন: এই দোকানের অ’ফা’র দেখে হতবাক সকলেই, মোবাইল চার্জার-ইয়ারফোন কিনলেই পেট্রোল ও লেবু বিনামূল্যে!

অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর কারো সাহায্য না পেয়ে অবশেষে বাধ্য হয়ে সে এটিএম কার্ডটিকে সুরক্ষিত রাখার জন্য এটিএম কাউন্টারের শাটার বন্ধ করে তাতে তালা ঝুলিয়ে বাড়ি চলে যান।

ওই শাটারের গায়ে তার ফোন নাম্বার লিখে দিয়ে যান। অবশেষে সকালবেলায় ব্যাংক কর্মীরা এসে এটিএমের তালা ভেঙে এটিএম কার্ডটি উদ্ধার করে চিন্ময় বাবুর সঙ্গে যোগাযোগ করেন তারা, এবং এরপরেই সেই এটিএম কার্ড তার হাতে তুলে দেন ব্যাংক কর্মীরা।

চিন্ময় বাবু জানিয়েছেন, মাঝে মাঝে এই ধরনের বিভ্রান্তিতে পড়তে হয় তাদের। কেন এই ধরনের সমস্যা হয় এটিএম মেশিনগুলিতে সে ব্যাপারেই এখন খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ওই বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষ।