সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মহানগর কলকাতার এই বি’খ্যা’ত কোম্পানি কি’ন’তে চলেছেন আদানি

সম্প্রতি এই রাজ্যে শাসক বিরোধী দল গুলির শাসক দলের ওপর অভিযোগ বেড়েই চলেছে। আর তাদের মূল বক্তব্যই হচ্ছে এই রাজ্যে শিল্প নেই। এই রাজ্যের সরকার শিল্প নিয়ে চিন্তিত নয় আর এতে করে এই রাজ্যের যুব সমাজ যতদিন যাচ্ছে বেকারে পরিণত হচ্ছে। আর এই সময়ে দাঁড়িয়েই শোনা যাচ্ছে এই পশ্চিমবঙ্গেই বিশ্বের দ্বিতীয় ধনীতম ব্যক্তি গৌতম আদানি স্টার্ট আপ কিনতে চলেছেন। আর এটি যদি বাস্তবিক হয় তাহলে এই রাজ্যের তথ্য প্রযুক্তিতে একটি বিরাট খবর হতে চলেছে।

সংবামাধ্যম সূত্রে জানা যাচ্ছে এবার সল্টলেকের তথ্যপ্রযুক্তি তালুক বা সেক্টর ফাইভে পা রাখতে চলেছেন আদানি গোষ্ঠী। Adani Enterprises Ltd সল্টলেক সেক্টর ফাইভের SIBIA Analytics and Consulting Services Private Limited অধিগ্রহণের জন্য চুক্তি সই করেছে। তবে কত অর্থমূল্যে চুক্তি সই করা হচ্ছে, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। তবে এই নিয়ে এক স্টার্ট-আপ কেনার প্রক্রিয়া শুরু করেছে বলে জানা যাচ্ছে।

ইতিমধ্যেই দু’পক্ষের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই করা হয়ে গিয়েছে। পুরো প্রক্রিয়া আগামী মাস, অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি শেষ হবে বলে খবর। সেই সঙ্গে এ রাজ্যে একটি ডাটা সেন্টারের জন্যও সরকারের সঙ্গে চুক্তি সই করেছে আদানি গোষ্ঠী। এবার তথ্যপ্রযুক্তি তালুকে অর্থাৎ সেক্টর ফাইভে বিনিয়োগের মাধ্যমে এই রাজ্যে নিজেদের সাম্রাজ্য আরও বাড়াতে চাইছে আদানি গোষ্ঠী। তবে শুধু তাই নয়, তাজপুরে সমুদ্রবন্দর বানানোর প্ল্যান ও রয়েছে আদানির।

ব’হু খোঁজাখুঁজির পর মি’লে’ছে পাত্রী, ২.৩ উচ্চতার যুবক আ’ম’ন্ত্র’ণ জানালেন মোদি-যোগীকে

সেই নিয়ে রাজ্য সরকারের সাথে কথাও হয়েছে। আর এই নিয়ে চলতি বছরের বিজয়া সম্মিলনীতেই আদানি গোষ্ঠীকে তাজপুরে সমুদ্রবন্দরের নির্মাণের অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তাই খুব তাড়াতড়িই হয়তো গৌতম আদানীর গ্রুপ ব্যাবসা করতে চলেছে এই রাজ্যে। আর এটি বাস্তবিত হলে এই রাজ্যের ছেলে মেয়েরাও অনেক গুলি চাকরির সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে। এতে এই রাজ্যের একটু আর্থিক উন্নতিও ঘটবে।