সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৫ বছরের মধ্যে ৩ বার ব’দ’লি, শিক্ষিকার নি’য়ো’গ নিয়ে CBI তদন্তের নি’র্দে’শ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৫ বছরে ৩ বার বদলি করা শিক্ষিকা কে সিবিআই তদন্তের নির্দেশ দিলেন। তিনি এক শিক্ষিকার একের পর এক বদলিতে দুর্নীতির গন্ধ পেয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন।

এমনকি ওই শিক্ষিকাকে শুক্রবারই তাঁর পুরনো স্কুলে যোগদান করতে হবে বলে নির্দেশ বিচারপতির। শান্তা মণ্ডল নামে ওই শিক্ষিকা ২০১৬ সালে শিলিগুড়ি শ্রীগুরু বিদ্যালয়ের সহ শিক্ষিকা হিসাবে যোগ দেন।

২০১৯ সালে ৩ বছরের মধ্যে তিনি প্রধান শিক্ষক হওয়ার জন্য পরীক্ষা দেন। তিনি উত্তীর্ণ হয়ে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন।

আরো পড়ুন: পুরুষ বাথরুমে এ কি কা’জ করছেন সুন্দরী যুবতী? সিসিটিভি ফু’টে’জ ভাইরাল

এর এক বছরের মধ্যে ফের বদলির আবেদন করেন শিক্ষিকা। তাঁকে শিলিগুড়ির অমিয় পালচৌধুরী বিদ্যালয়ে বদলি করে শিক্ষা দফতর। কিন্তু তিনি সেখানে যোগদান করতে অস্বীকার করেন ।

ফের বিশেষ কারণে বদলির আবেদন করেন শান্তাদেবী। তখন তাঁকে তাঁর পুরনো স্কুল শ্রীগুরু বিদ্যামন্দিরে বদলির নির্দেশ দেয় শিক্ষা দফতর।

স্কুলের সহকারী প্রধান শিক্ষক প্রসূন তরফদার শিক্ষা দফতরের এই বদলির নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলার শুনানিতে তিন সপ্তাহ আগে শান্তাদেবীকে অস্থায়ীভাবে শ্রীগুরু বিদ্যামন্দিরের প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে বলে হাইকোর্ট।