সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইউক্রেন যু’দ্ধে জ’ড়ি’য়ে যাওয়ায় ইতালিতে অসংখ্য গরুর মৃ’ত্যু’র আ’শ’ঙ্কা! কেন জানেন?

ইউক্রেন এবং জাপানের যুদ্ধের কথা আমাদের সকলের জানা। ইউক্রেনে প্রতিদিন মারা যাচ্ছেন প্রায় কয়েক হাজার মানুষ। কিন্তু সম্প্রতি এমন একটি খবর সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হলে যা শুনলে আপনি অবাক হয়ে যেতে পারেন।

ইউক্রেনে যুদ্ধ লাগায় নাকি ইতালিতে মরতে বসেছে গরু। সত্যি এমন একটি হতবাক করা কান্ড শুনে সবাই অবাক হয়ে গেছেন। কিন্তু এটা কি করে সম্ভব?

আসলেই ইতালিতে বহু খামার রয়েছে যেখানে দুগ্ধ উৎপাদনের লক্ষ্যে ব্যাপক আকারে গো পালন করা হয়। এ জন্য ইতালিতে গো-খাদ্যের চাহিদা ব্যাপক আকারে।

আরো পড়ুন: OMG: রূপাঞ্জনা মিত্রের চায়ে বি’ষ! বি’স্ফো’র’ক অভিযোগ অভিনেত্রীর

কিন্তু গো খাদ্য হিসাবে যে ভুট্টা এবং গম দেওয়া হয় গরুকে, সেই ভুট্টা আসে ইউক্রেন থেকে। ইতালিতে পশু পালন করার জন্য প্রতি মাসের ৯০ লাখ টন ভুট্টা প্রয়োজন হয়।

কিন্তু ইতালিতে উৎপাদিত হয় মাত্র ৬০ লাখ টন ভুট্টা। যেসব দেশ থেকে এই খাদ্যশস্য আমদানি করতে হয়, তার মধ্যে সিংহভাগ আসে ইউক্রেন থেকে।

এইভাবে যদি যুদ্ধ চলতে থাকে তাহলে ভুট্টার আমদানি স্বাভাবিকভাবেই কমে যাবে ওখান থেকে। সালে ইতালির খামারগুলোতে গরুগুলি তীব্র খাদ্য সংকটে পড়বে।

এই খাদ্য সংকট মেটাতে যত পরিমাণ ভুট্টা দরকার তাড়াতাড়ি জোগাড় করা অসম্ভব’। তাই পশুখামার কর্তৃপক্ষ রা বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছে, এইভাবে চলতে থাকলে অনিচ্ছা সত্ত্বেও রুগ্ন গরুগুলিকে মেরে ফেলতে হবে তাদের।