সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তর কোরিয়ার পরবর্তী শা’স’ক কে হবেন? বোন না ভাইপো?

উত্তর কোরিয়ার শাসক কিম জ‌ং উন ২০২০-তে কোভিডের প্রথম ঢেউ চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে বলেও গুজব ছড়িয়েছিল। ওই সময় বেশ কিছুদিন অন্তরালে ছিলেন কিম।

এই প্রত্যাবর্তনের পর ফের তাঁকে দেখা গিয়েছে স্বমহিমায়। সাম্প্রতিককালে দক্ষিণ কোরিয়াকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে দেওয়ার হুঙ্কার। যুদ্ধের হুঁশিয়ারির মধ্যেও আন্তর্জাতিক মহলে ঘুরপাক খাচ্ছে অনেক প্রশ্ন।

দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থার দাবি, কিমের উত্তরসূরি নাকি হতে চলেছেন তাঁর বোন কিম ইয়ো জং। বছর ৩৩-এর কিম ইয়োর শরীরে রয়েছে ‘পেকটু’ বংশের রক্ত। পলিটব্যুরোর সদস্যপদ পাওয়ার পর থেকে তাঁকে একরকম দাদা কিমের ছায়াসঙ্গীই বলা যায়।

আরো পড়ুন: ব্যাংক থেকে টা’কা তুলতেও কি GST? স্পষ্ট করলেন অর্থমন্ত্রী

তিনি ২০১৯-এ তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিমের বৈঠকেও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, দাদার ধূমপানের মতো বদভ্যাসগুলি বন্ধের দায়িত্বও কাঁধে তুলে নিয়েছেন কিম ইয়ো জং।

কিমের দাদা কিম জং চোল রাজনীতি থেকে বরাবরই দূরে থেকেছেন । সঙ্গীত আর গিটার নিয়েই মেতে রয়েছেন তিনি। সিওলের গুপ্তচরদের দাবি, ২০০৯-তে কমি রাই সোল জু নামে এক গায়িকাকে বিয়ে করেন কিম।

তাঁদের ৩ সন্তান রয়েছে। উত্তরাধিকারী হিসেবে দাবি থাকলেও শাসনের চাবিকাঠি নাবালক সন্তান বা কিমের সংগীত অনুরাগী দাদার হাতে যাবে বলে মনে করেন না বিশেষজ্ঞরা।