সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্যাংক থেকে টা’কা তুলতেও কি GST? স্পষ্ট করলেন অর্থমন্ত্রী

বিরোধীরা মূল্যবৃদ্ধির বাজারে GST-এর বিরুদ্ধে সরব হন। কারন ব্যাঙ্কিং, স্বাস্থ্য পরিষেবায় থেকে শুরু করে খাদ্যপণ্যে GST লাগে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মঙ্গলবার রাজ্যসভায় বিতর্কের পাল্টা জবাব দিলেন ।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাজ্যসভায় জানান, ব্যাঙ্ক থেকে নগদ তোলার উপর কোনও জিএসটি লাগু হয় না। রাজ্যসভায় মূল্যস্ফীতি নিয়ে সরব হয়েছেন বিরোধীরা।

এবার তার জবাবে পাল্টা কিছু দিক তুলে ধরেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ব্যাঙ্ক থেকে নগদ টাকা তোলার উপর কোনও জিএসটি নেই।

আরো পড়ুন: পেট প’রি’ষ্কা’র করতে অনেক কা’জে দেয় সিগারেট! ছোট থেকেই লু’কি’য়ে বাথরুমে ধূ’ম’পা’ন করতেন রানী

মঙ্গলবার রাজ্যসভায় এমনটাই জানান অর্থমন্ত্রী। তবে, শুধুমাত্র প্রিন্টার থেকে চেক বই কেনার ক্ষেত্রে জিএসটি প্রযোজ্য হবে।

জিএসটি কাউন্সিলের সমস্ত রাজ্যই প্রি-প্যাক করা, লেবেলযুক্ত খাদ্যপণ্যের উপর ৫% জিএসটি ধার্য করার প্রস্তাবে সম্মত হয়েছে। একজন ব্যক্তিও এই প্রস্তাবের বিরুদ্ধে কথা বলেননি বলে জানান অর্থমন্ত্রী।