সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্যা’প’ক হা’রে ছাঁটাই, মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি খুঁ’ই’য়ে মা’থা’য় হাত কয়েক হাজার ভারতীয়র

কয়েক হাজার ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী মার্কিন মুলুকে কাজ খুইয়ে বিপন্ন হয়ে পড়েছেন। গুগল, মাইক্রোসফট থেকে ফেসবুক, টুইটার কিংবা আমাজন- আমেরিকার বড় কোম্পানিগুলোর বেশিরভাগই সম্প্রতি ব্যাপকহারে কর্মী ছাঁটাই করেছে।

আসন্ন মন্দার কোপ থেকে কোম্পানিকে বাঁচাতে এই গণহারে কর্মীছাঁটাই। ওয়ার্ক ভিসা বাঁচাতে হলে তাঁদের নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন চাকরি জোগাড় করতেই হবে।

না-হলে ভিসার শর্ত অনুযায়ীই পরিবার নিয়ে ছাড়তে হবে আমেরিকা। কিন্তু, চাকরি যাওয়ার পরপরই নতুন চাকরি জোগাড় যে কত কঠিন, তা এখন হাড়েহাড়ে টের পাচ্ছেন ছাঁটাই হওয়া কর্মীরা।

আরো খবর: ভ্যালেন্টাইন ডে-তে প্রেমিক না থাকলে কলেজে প্র’বে’শ নিষেধ, বি’জ্ঞ’প্তি ঘিরে তু’ঙ্গে উ’ত্তে’জ’না

এই অবস্থায় যে আইটি কর্মীরা এখনও বরখাস্তের নোটিস পাননি, তাঁরাও রীতিমতো উদ্বেগে দিন কাটাচ্ছেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে প্রকাশিত তথ্য অনুযায়ী গত নভেম্বর থেকে ২ লক্ষ মার্কিন তথ্যপ্রযুক্তি কর্মী ও আধিকারিক কাজ হারিয়েছেন। শুধুমাত্র গত মাসেই কর্মচ্যুত কর্মীর সংখ্যা প্রায় ৫০ হাজার।