Home আবহাওয়া বিদায় ঘণ্টা বে’জে গেলো, কবে পালাবে বর্ষা দেশ থেকে? উত্তর দিলো আবহাওয়া...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিদায় ঘণ্টা বে’জে গেলো, কবে পালাবে বর্ষা দেশ থেকে? উত্তর দিলো আবহাওয়া দপ্তর

উৎসব শেষের দিকে। অথচ এখনও দুর্যোগপূর্ণ সারাবাংলা। বর্ষা বিদায় নেওয়ার কোনো লক্ষণ এ পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবার জানানো হচ্ছে আশার বাণী। আগামী মঙ্গলবার দেশ থেকে বিদায় নিতে চলেছে বর্ষা। দক্ষিণ ভারতে এবার শুরু হতে চলেছে নতুন মরশুম। পশ্চিমবঙ্গে আগামীকাল থেকেই রাতের দিকে তাপমাত্রা কমতে শুরু করবে বলেও জানানো হচ্ছে।

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে যে এবার পশ্চিমবঙ্গে শীতের আমেজ টের পাবেন বাঙালিরা। এবার শুক্রবার রাত থেকে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। ভোরের দিকেও শীতের আমেজ বজায় থাকবে।শরতের পর হেমন্তের আবহাওয়া উপভোগ করবেন আপামর বাঙালি।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে বলেই জানানো হয়েছে। এদিকে উত্তরবঙ্গে অবশ্য বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত চলবে বলে জানানো হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে আগামী 48 ঘন্টা পর্যন্ত। নিম্নচাপ সরতেই শীতের আমেজ টের পেতে শুরু করেছে বাংলা।

বিগত কয়েকদিনের অসহ্য গরম এবং প্রবল বৃষ্টির পর এবার চলতি সপ্তাহের শেষের দিকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ উপভোগ করতে শুরু করবেন। উত্তরে হাওয়ায় কিছুটা শীতের অনুভূতি আসবে। এদিকে রাতভর বৃষ্টি না হওয়াতে তিস্তার বন্যা পরিস্থিতি অনেকখানি স্বাভাবিক। সেচ দপ্তর সতর্কবার্তাও প্রত্যাহার করে নিয়েছে।