সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

১ আগস্ট থেকে আপনার জী’ব’নে বিভিন্ন পরিবর্তন আসছে, জানুন আমজনতার উপর কি প্র’ভা’ব পড়বে

আর মাত্র কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে আগস্ট মাস। পয়লা আগস্ট থেকে লেনদেন সংক্রান্ত নিয়মে অনেক পরিবর্তন আসতে চলেছে। ব্যাংকের নিয়ম থেকে চেকের নিয়ম এবং গ্যাসের দাম পরিবর্তিত হতে পারে। আগস্ট মাস ১৩ দিন বিভিন্ন উৎসবের কারণে ব্যাংক বন্ধ থাকবে।

পয়লা আগস্ট থেকে ব্যাঙ্ক অফ বরোদা চেক পেমেন্টের নিয়মের ক্ষেত্রে একাধিক পরিবর্তন আসছে। পহেলা আগস্ট থেকে ৫ লক্ষ বা তার বেশি পরিমাণ মূল্যের চেক পেমেন্টের ক্ষেত্রে পজিটিভ পে সিস্টেম চালু করা হচ্ছে।

যে প্রদানকারী ব্যক্তি কে এসএমএস নেট ব্যাঙ্কিং বা মোবাইল অ্যাপের মাধ্যমে চেক সংক্রান্ত তথ্য ব্যাংকে জানাতে হবে। তবেই চেক ক্লিয়ার হবে। পহেলা আগস্ট থেকে অয়েল সংস্থাগুলো গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করবে।

আরো পড়ুন: শ্রাবণ মাসের বুধবারে এই উ’পা’য়ে গণেশ ঠাকুরের আরাধনা করলে দূ’র হবে বা’ধা-বি’প’ত্তি

গ্যাসের দাম পরিবর্তিত হতে পারে প্রতি মাসের মতো এই মাসেও। ২০২০ সালের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পজিটিভ পে সিস্টেম চালু করেছিল। ৫০ হাজারের বেশি টাকা দিতে হলে ব্যাংকে গুরুত্বপূর্ণ তথ্য জানানো নির্দেশ দেওয়া হয়।

আগস্ট মাসে স্বাধীনতা দিবস জন্মাষ্টমী রাখির মতো একাধিক উৎসব রয়েছে। যে কারণে প্রায় ১৩ দিন ছুটি থাকবে। ন্যাশনাল হলিডে উপলক্ষে সারা দেশ ছুটি থাকবে। এছাড়া বিভিন্ন আঞ্চলিক ছুটিও রয়েছে।