সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সংবিধান বে’ঞ্চে’র স’ব শুনানি লাইভ টেলিকাস্ট হ’বে মঙ্গলবার থে’কে

সরাসরি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সম্প্রচারিত হবে সংবিধান বেঞ্চ শুনানি। ২৭শে সেপ্টেম্বর থেকেই এই সম্প্রচার শুরু হবে। এবং এই সম্প্রচার যে কেউ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। মনে করা হচ্ছে যে আগামী দিনে প্রধান বিচারপতি হিসেবে ইউ ইউ ললিত দায়িত্ব নেওয়ার জন্য এই সিদ্ধান্তটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ।

২০১৮ সালেও একবার লাইভ সম্প্রচার করার পক্ষে আদালতে দিয়েছিল কিন্তু যদিও তা বাস্তবায়িত হয়নি তবে সম্প্রতি সংবিধান বেঞ্চে শুনানির মধ্যে দিয়ে এবার প্রথম আনুষ্ঠানিকভাবে এই সম্প্রচারণ হবে। প্রধান বিচারপতি একটি বৈঠকে সমস্ত বিচারপতিদের সঙ্গে একটি মিটিং করেন এবং যেখানেই সর্বসম্মতিক্রমে ঠিক করা হয় লাইভ স্ট্রিমিং।

আপাতত সংবিধান বেঞ্চ শুনানি দিয়েই শুরু হতে চলেছে এইরকম একটি পদক্ষেপ। আগামী দিনে সমস্ত মামলারই লাইভ স্ট্রিমিং করা হবে বলে জানা গেছে, যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে বিষয়বস্তুটি দেখতে পারবেন। জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা প্রত্যাহার মামলার শুনানি হতে চলেছে এজলাসে এবং সেটাই সরাসরি সম্প্রচারিত হবে, যেটা উৎসুক ব্যক্তিরা সকলেই দেখতে পাবেন।

তবে সুপ্রিম কোর্টের কাজকর্ম সম্প্রচারিত করা এর আগেও ঘটেছে। এর আগে নিজের কাজ শেষ হওয়ার দিনে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এনভি রমনার এজলাস থেকে সরাসরি সম্প্রচার করেছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী দিনে প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ আবেদন জানিয়েছিলেন, আদালতের কাজকর্ম সরাসরি লাইভ স্ট্রিমিং করার। তিনি জানিয়েছিলেন, পরিকাঠামোর তৈরি এবার বিলম্ব না করে তাড়াতাড়ি শুনানি সম্প্রচার শুরু করা উচিত।