সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সিনিয়র সিটিজেনদের নিয়ে ব’ড়ো ভা’ব’না কেন্দ্রের, থাকছে যো’গ্য’তা অনুযায়ী চাকরির সুবর্ণ সু’যো’গ

অবসর গ্রহণের পর যারা নিজেদের জীবিকা নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য খুশির খবর শোনালো কেন্দ্রীয় সরকার। প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেনদের জন্য নতুন কাজের সুযোগ নিয়ে এলো কেন্দ্র। এই মর্মে পয়লা অক্টোবর থেকে একটি বিশেষ প্রকল্প চালু করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। যেখানে সিনিয়র সিটিজেনদের পাবেন তাদের যোগ্যতা অনুযায়ী কাজ।

প্রবীণ নাগরিকদের কাজের সুযোগ করে দেওয়ার জন্য কেন্দ্রের তরফ থেকে একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে। একই সঙ্গে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। MoSJE-এর আওতায় খোলা হয়েছে এই পোর্টাল। ৬০ বছরের উর্ধ্বে মানুষেরা এখান থেকে কাজ খুঁজতে পারবেন। এখান থেকে নিজেদের যোগ্যতা অনুসারে ফুল-টাইম, পার্ট-টাইম এমনকি ফ্রিল্যান্সিং-এর ক্ষেত্রেও কাজ করতে পারবেন প্রবীণরা।

সিনিয়র সিটিজেনদের শিক্ষা, অভিজ্ঞতা, দক্ষতা, ইত্যাদি বিষয়ে তথ্য দিতে হবে সেই পোর্টালে। এই মুহূর্তে সারা দেশে এমন অনেক ব্যক্তি আছেন যাদের অবসর গ্রহণের সময় হয়ে গিয়েছে ঠিকই কিন্তু তারা কাজ করতে চান। তাদের কাজের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন্দ্রের তরফ থেকে একটি পরিসংখ্যানে বলা হয়েছে, ২০০১ সালে দেশে সিনিয়র সিটিজেনদের সংখ্যা ছিল প্রায় ৭.৬ কোটি। ২০১১ সালে এই সংখ্যাটাই বেড়ে দাঁড়ায় ১০.৪ কোটিতে। একটি পরিসংখ্যান বলছে ২০৫০ সালের মধ্যে দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশ প্রবীণ নাগরিক হতে চলেছেন।