সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার সা’ম’র্থ্যে’র ম’ধ্যে সে’কে’ন্ড হ্যা’ন্ড গা’ড়ি কে’না’র সু’যো’গ দিচ্ছে ওলা! জা’নু’ন বি’স্তা’রি’ত

এবার সা'ম'র্থ্যে'র ম'ধ্যে সে'কে'ন্ড হ্যা'ন্ড গা'ড়ি কে'না'র সু'যো'গ দিচ্ছে ওলা! জা'নু'ন বি'স্তা'রি'ত

এই দুর্মূল্যের বাজারে নতুন গাড়ি কেনার সামর্থ্য যদি না থাকে তাহলে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে পারেন। ভালো মানের সেকেন্ড হ্যান্ড গাড়িও কিন্তু বেশ ভাল সার্ভিস দেয়। যদি আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে ইচ্ছুক থাকেন তাহলে আপনাকে সাহায্য করবে ওলা। অ্যাপ্লিকেশন ক্যাব কোম্পানি ওলা সম্প্রতি তাদের ব্যবহৃত সব গাড়ির একটি মার্কেটপ্লেস তৈরি করে ফেলেছে যার নাম দেওয়া হয়েছে ওলা কারস।

এই মার্কেটপ্লেস থেকে আপনারা নিজেদের পছন্দের গাড়ি কিনতে পারেন। ক্যাব বুকও করতে পারেন। আবার গাড়ির টেস্ট ড্রাইভ গ্রহণ করতে পারবেন এবং গাড়ির ইএমআইও দিতে পারবেন। ওলার এই বিশেষ অফার কার্যত বেশ কিছু বেশকিছু মাল্টিন্যাশেনাল কোম্পানিকে জোরদার টক্কর দিয়েছে। সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনাবেচার বাজারে প্রবেশ করেছে ওলা। এবার অনেক বেশি গ্রাহক উপকৃত হবেন।

এই মুহূর্তে ভারতের বাজারে সেকেন্ড হ্যান্ড গাড়ির চাহিদা রয়েছে। একটা সময় ছিল যখন মানুষ সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাইতেন না। কারন গাড়ির অবস্থা এতটাই খারাপ থাকতো যে সেটিকে দেখে আর গ্রাহক কেনার ইচ্ছে প্রকাশ করতেন না। তবে এখন সময় বদলেছে। ২০৩০ সালের মধ্যে এই সেকেন্ড হ্যান্ড গাড়ির মার্কেট ৭০.৮ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করবে বলেই আশাবাদী বিশেষজ্ঞরা।

CarDekho, Cars24, CarTrade, Droom, Spinny এর মতো বেশ কিছু স্টাট আপ কোম্পানি ভারতে বিনিয়োগ করতে শুরু করেছে। তার মধ্যেই বাজার ধরতে ঝাঁপিয়ে পড়েছে ওলা। সম্প্রতি ওলা ইলেকট্রিক তাদের নতুন দুটি স্কুটি বাজারে লঞ্চ করেছে। S1 এবং S1 Pro স্কুটি দুটির দাম ধার্য করা হয়েছে যথাক্রমে ৯৯,৯৯৯ এবং ১,২৯,৯৯৯ টাকা।