সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শ্রাবণ মাসের বুধবারে এই উ’পা’য়ে গণেশ ঠাকুরের আরাধনা করলে দূ’র হবে বা’ধা-বি’প’ত্তি

বিঘ্ন হরতা গণেশ। হিন্দু শাস্ত্র মতে গণেশ ঠাকুর সব থেকে বেশি মায়া দয়ার ঈশ্বর হিসেবে মানা হয়, যাকে একটু ভক্তি ভরে পুজো করলেই প্রসন্ন করা সম্ভব। যিনি ভক্তের ভক্তিতেই খুশি হন। শ্রাবণ মাস মহাদেবের মাস বলে মনে করা হয় প্রত্যেকটা সোমবার হচ্ছে মহাদেবের পুজোর জন্য বিশেষ দিন।

শ্রাবণ মাসের সোমবার গুলিতে যেমন শিবের উপোস করে মহাদেবকে পুজো করা হয়, তেমনি মঙ্গলবার দেবী পার্বতীর পুজো করা হয় মঙ্গলা গৌরী ব্রতর মাধ্যমে। আবার অন্যদিকে বুধবারে পুজো করা হয় গণেশকে। শ্রাবণ মাসের বুধবারে যদি নিয়ম মেনে গণেশের পুজো করা হয় তাহলে ভগবান গণেশ খুব খুশি হন এবং যিনি ভক্তিভরে পুজো করেন তাঁর জীবনের সমস্ত সমস্যা দূর হয়।

ভগবান গণেশের আশীর্বাদে যার জীবনে অত্যন্ত দুঃখ কষ্ট রয়েছে তারা শ্রাবণ মাসের এই বুধবার গুলিতে গণেশের পুজো করলে তার ফল পাবেন। তবে শ্রাবণ মাসের বুধবার গুলিতে গণেশের পুজো করার ক্ষেত্রে কিছু নিয়ম নীতির ওপর নজর দিতে হবে।

আরো পড়ুন: আ’র্থি’ক কে’লে’ঙ্কা’রি মামলায় গ্রেফতার করতেই পারে ED, সা’ফ জানিয়ে দি’ল সুপ্রিম কোর্ট

প্রথমত শ্রাবণ মাসের বুধবার গুলিতে গণেশের পুজো করলে সে ক্ষেত্রে গণেশকে দূর্বা অর্পণ করতে হবে যাতে তার আশীর্বাদ সর্বদা বজায় থাকে। গণেশকে খুশি করতে হলে অবশ্যই দূর্বা দিয়ে পুজো করুন। ১১ অথবা ২১টি দূর্বা অর্পণ করুন গনেশকে।

এছাড়া শ্রাবণ মাসের বুধবার গুলিতে যদি গণেশ চল্লিশা অথবা গণেশ স্তোত্র পাঠ করা যায় তবে পরিবারের ক্ষেত্রে অনেক সুখ বয়ে আসে। শাস্ত্র অনুযায়ী বলা হয়েছে গণেশ স্তোত্র যদি পাঠ করা হয় তাহলে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। পুজো করতে করতে ১০৮ বার ওম গং গনপতয়ে নমঃ বলে গনেশকে পুজো দিতে হবে, গুড়ের ভোগ অথবা মুগের লাড্ডু দিয়ে।

শ্রাবণ মাসের প্রত্যেকটি বুধবার যদি এই ভাবেই নিয়ম-নীতি মেনে গণেশের পুজো করা হয় ভক্তিভরে তাহলে কোন ব্যক্তির রাশিতে যদি গ্রহ দোষ থাকে তাহলে সেটিও দূর হবে। শাস্ত্র অনুযায়ী যদি গণেশের পূজার ক্ষেত্রে গণেশ স্তোত্র পাঠ করা হয় তাহলে জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়ে যায়।