সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাষ্ট্রপতি নির্বাচনে আসল খেলা হ’বে, বিজেপিকে ভ’য় দেখালেন মমতা

গেরুয়া শিবির ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে চারটি রাজ্যেই জিতছে। সেই কারণেই আত্মবিশ্বাস তুঙ্গে তাদের। এহেন অবস্থাতেই বরং উলটো হুঁশিয়ারি দিতে শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে।

তাঁর মতে, চার রাজ্যে জিতলেও আসন সংখ্যা অনেকটাই কমেছে বিজেপির। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে একা একা হালে পানি পাওয়া সম্ভব নয় বিজেপির পক্ষে। তিনি বলেন, সামনেই রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। আমাদের সমর্থন ছাড়া তোমরা কিছুই করতে পারবে না। এটা খবরদার ভুলে যেও না।

গেরুয়া শিবিরের বিরুদ্ধে এর পর একের পর এক তোপ তাঁকে দাগতে দেখা যায়। তিনি বলেন, দেশে মোট সাংসদদের অর্ধেকও যাদের নেই। তাদের মুখে এত বড় বড় কথা মানায় না। বিরোধীদের সমস্ত সাংসদকে একত্র করলে যে কোনও দিন তাদের থেকে বেশি।

আরো পড়ুন: আমার মেয়ে দাদুর বাড়ি দেখতে পা’র’বে না, দুঃখ করে বললেন টলিউডের কাশ্মীরি পন্ডিত ভরত কল

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের পক্ষে প্রচার করেছেন মমতা। এদিন সমাজবাদী পার্টির প্রসঙ্গও টেনে এনে তিনি বলেন, বিধানসভায় হারলেও আগের চেয়ে অনেক বেশি আসন পেয়েছে সমাজবাদী পার্টি। তাই খেলা এখনও শেষ হয়নি।