সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আগে বাড়ির দ’র’জা’য় দ’র’জা’য় গিয়ে সাবান বেচতেন, এখন স’ফ’ল অভিনেতা বলিউডের “ব্যাডম্যান”

অভিনেতা গুলশান গ্রোভারে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যাডম্যান নামে পরিচিত। ফিল্ম ইন্ডাস্ট্রিতে, গুলশান গ্রোভার তাঁর কঠোর পরিশ্রম এবং প্রতিভা দিয়ে দুর্দান্ত জায়গা অর্জন করেছেন। ভিলেনদের তালিকায় তাঁর নামই রয়েছে শীর্ষে।কিন্তু জানেন কি আজকের ব্যাডম্যান প্রথম জীবনে ঘরে ঘরে ঘুরে সাবান ফিনাইল বিক্রি করতেন।

গুলশান গ্রোভার ফিল্ম ইন্ডাস্ট্রির নাম করা খলনায়ক। কেরিয়ারে বেশিরভাগ ছবিতেই নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু নেতিবাচক চরিত্র হলেও সবসময়ই তিনি দর্শকের ভালোবাসা ও শ্রদ্ধা পেয়েছেন। ২১শে সেপ্টেম্বর, ১৯৫৫ সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন গুলশান গ্রোভার। খুবই সাধারণ পরিবারের ছেলে ছিলেন তিনি, তাই লেখাপড়াটাও খুব কষ্ট করে করেছেন গুলশন। টাকা বাঁচাতে তিনি প্রতিদিন ৯ কিলোমিটার হেঁটে বাসস্ট্যান্ডে যেতেন এবং সেখান থেকে কলেজে পৌঁছানোর জন্য ৩টি বাস পরিবর্তন করতেন।

এমনকি গুলশান গ্রোভারের পরিবারের আর্থিক সমস্যার জন্য বাড়িতে পড়াশোনার পাশাপাশি সাবান ফিনাইল বিক্রির কাজও করেছেন। প্রতিদিন যখন তিনি বাড়ি থেকে বের হতেন, তখন তিনি তার ব্যাগে বাসনপত্র ও লন্ড্রি পাউডার নিয়ে যেতেন। অন্যদিকে কলেজ থেকে ফেরার সময় বাড়ি বাড়ি গিয়ে সাবান বিক্রি করতেন। সেই উপার্জন থেকেই তিনি তার লেখাপড়ার খরচ চালিয়ে গেছেন। আর বাকি টাকা দিয়ে পরিবারের হাতে তুলে দিতেন।

বরাবরই তাঁর ছিল অভিনয়ের শখ। এ জন্য তিনি মুম্বাই পৌঁছে থিয়েটারে যোগ দেন। সেখান থেকেই অভিনয় শিখেছেন। ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম পাঁচ’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি তাঁর অভিনয় জীবন শুরু করেন। এর পর তাকে অবশ্য আর পিছনে ঘুরে তাকাতে হয়নি। তারপর থেকে একের পর এক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি।

গুলশান গ্রোভার দুধ কা কার্জ, ইজ্জত, সওদাগর, কুরবান, রাম লিখন, অবতার, অপরাধী, মোহরা, দিলওয়ালে, হিন্দুস্তান কি কসম, হেরাফেরি, আন্তর্জাতিক খিলাড়ি চরিত্রে অভিনয় করেছেন। এক হাসিনা, দিল মাঙ্গে মোর, এজেন্ট বিনোদ, বিন বুলায়ে বারাতির মতো অনেক সুপারহিট ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করে প্রচুর প্রশংসা অর্জন করেছিলেন। রাম লখন ছবিতে গুলশান গ্রোভার ব্যাডম্যানের ভূমিকায় অভিনয় করেছিলেন। এই চরিত্রটি তাকে সারা বিশ্বে বিখ্যাত করেছে। এই ছবিতে তার ভিলেনের চরিত্রে ব্যাডম্যানের চরিত্রটি দর্শকরা পছন্দ করেছেন এবং তারপর থেকেই তিনি এই নামে পরিচিত হন।