সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আটা-দুধ-বিস্কুট সমেত সব পণ্যের ক্ষে’ত্রে নতুন নি’য়’ম জা’রি করলো কেন্দ্র, জেনে নিন

আমরা যেকোনো ক্ষুদ্র জিনিস কেনার থেকে বেশি পছন্দ করি প্যাকেট আইটেম কিনতে। এই প্যাকেজ দ্রব্য কিনতে গিয়ে যাতে না ঠকতে হয়, তার জন্য আগামী এপ্রিল মাস থেকে কেন্দ্রীয় সরকার নতুন প্যাকেজিং নিয়ম কার্যকর করবে। প্রতি ইউনিট পণ্যের দাম উল্লেখ করে নির্মাতাদের এম আর পি তে অতিরিক্ত তথ্য ঘোষণা করে জানাতে হবে। 1 কেজি অথবা লিটারের বেশি ওজনের কোন পণ্যের জন্য প্রতি কেজি অথবা লিটার, এবং এক কেজি বা এক লিটারের কম আইটেমের জন্য প্রতি গ্রাম অথবা মিলিলিটারের দাম কত, তা উল্লেখ করা আবশ্যক হবে আগামী এপ্রিল মাস থেকে।

সংশোধিত লিগ্যাল মেট্রলজি বিধির অধীনে দুধ চা, আটা, ডাল রুটি ডিটারজেন্ট, পানীয় জল কোমল পানীয় সহ ১৯ ধরনের আইটেম প্যাকেজিং এর জন্য নির্দিষ্ট পরিমাণ নিয়মগুলি কে সরিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং পরিমাণের ওপর আর কোনো সরকারী বাধ্যতা থাকবে না। সাথে প্রস্তুতকারকদের এটি নির্ধারণ করার সম্পূর্ণ স্বাধীনতা থাকবে যে তারা বাজারে কত পরিমাণ পণ্য প্যাকেটজাত করে বিক্রি করতে চান।

আরো একটি পরিবর্তন হল, প্যাকেজে পণ্যের তৈরীর মাস এবং বছর বাধ্যতামূলক ঘোষণা করতে হবে। বর্তমানে বিক্রেতার কাছে আমদানি অথবা প্রি প্যাকেজিংয়ের মাস এবং তারিখ উল্লেখ করার বিকল্প রয়েছে। কিন্তু সেই নিয়ম পাল্টাতে চলেছে।