সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দা’ঙ্গা করলেই ক্ষতিপূরণ দিতে হবে সাত পুরুষ পর্যন্ত, হুঁ’শি’য়া’রি যোগী আদিত্যনাথের

বিগত চার বছরে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের রাজত্বে একটিও দাঙ্গার ঘটনা ঘটেনি। উল্লেখযোগ্যভাবে, একসময় উত্তরপ্রদেশকে দাঙ্গা-হাঙ্গামার কেন্দ্রস্থল বলে গণ্য করা হতো। তবে যোগী রাজত্বে সেখানে দাঙ্গা অনেকখানি কমে এসেছে।উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন এর আগে দাঙ্গার কারণে বহু সাধারণ মানুষকে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তাদের প্রতারণা করা হয়েছে, মিথ্যে মামলায় তাদের ফাঁসানো হয়েছে।

যোগী দাবি করেছেন, এর আগে যারা মূর্তি বানাতেন তাদের মূর্তি বিক্রি হতো না, প্রদীপ বানালে প্রদীপ ভেঙে ফেলা হতো। উৎসবকে অন্ধকারে পর্যবসিত করা হতো। তবে বিগত সাড়ে চার বছরে এমনটা হয়নি। মুখ্যমন্ত্রী দাবি করেন, বিজেপি প্রথম দিন থেকে দাঙ্গাকারীদের হুঁশিয়ারি দিয়ে এসেছে। কেউ দাঙ্গা করলে তার সাত পুরুষ ধরে ফল ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যোগী আদিত্যনাথ।

এখন এই রাজ্যের প্রতিটি উৎসব আনন্দের সঙ্গে পালন করা হয়। যোগী অভিযোগ করেছেন, ২০১৭-র আগে যারা উত্তর প্রদেশে ক্ষমতায় ছিল তারা কোনদিনও রাজ্যের উন্নয়নের কথা চিন্তা করেননি। উপরন্তু নিজেদের পরিবারের উন্নয়নে সচেষ্ট ছিলেন তারা।

যোগীর অভিযোগ, প্রাক্তন সরকারের আমলে এই রাজ্যে বেকারত্ব বেড়েছে, অব্যবস্থা বেড়েছে, দাঙ্গাকারীদের হাতেই তারা কার্যত উত্তরপ্রদেশকে সঁপে দিয়েছিলেন। আগে এই রাজ্যে উৎসব এলে কারফিউ জারি করে উৎসবের আনন্দ মাটি করে দেওয়া হতো। তবে আজ উত্তর প্রদেশে আইনের শাসন চলছে। রাজ্য উন্নয়নের রাস্তায় এগিয়ে চলেছে বলে দাবি করেন আদিত্যনাথ।