সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পুজোর কাউন্টডাউন শু’রু, এবছর জি বাংলার মহালয়ায় কে হচ্ছেন মা দুর্গা?

অপেক্ষার প্রহর শেষ হওয়ার আর বেশি দিন বাকি নেই। কিসের কথা বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক ধরেছেন বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজোর কথা। এই সময় ঢাকের বোলে চারিদিক মাতোয়ারা হয়ে ওঠে। টানা এক বছর অপেক্ষার পর দেবীর আবির্ভাব হয় মর্ত্যলোকে। আর এই উৎসবের জন্য তোড়জোড়ের শেষ নেই।

দুর্গাপূজার ঠিক আগে আসে মহালয়া। মহালয়া নিয়েও বাঙালিদের মধ্যে উচ্ছ্বাসের শেষ থাকে না। বাঙালি বরাবরই মহালয়া দেখার বদলে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া পাঠ শুনতে বেশি ভালোবাসেন।

সারাবছর যেখানে রেডিওর খোঁজ থাকে না সেখানে এই দিনটার আগমনে আবার রেডিওকেই আঁকড়ে ধরে বাঙালি। যদিও এমন অনেকে আছেন যারা মহালয়া টিভিতে দেখতে বেশ ভালোবাসেন।

আরো পড়ুন: প্রতি মাসে ২৫ লক্ষ টা’কা বেতনে স্ত্রী হওয়ার প্র’স্তা’ব পেয়েছিলাম, বি’স্ফো’র’ক অভিনেত্রী

প্রতি বছরই বাংলার বিখ্যাত তিন চ্যানেল স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলাতে থাকে মহালয়ার সব দারুণ চমক। প্রতিবছর এই চ্যানেল গুলিতে দেবীসাজে আবির্ভূত হন নতুন নতুন নায়িকারা। এই বছর জি বাংলাতে কে হবেন দুর্গতিনাশিনী, তা জানেন কি?

গতবছর জি বাংলাতে দেবীর ভিন্ন ভিন্ন রূপেরও উপস্থাপন করা হয়েছিল। সেখানে এক একটি চরিত্রে দেখা গিয়েছিল জি বাংলার ধারাবাহিকের সব জনপ্রিয় অভিনেত্রীদের।

টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী উপস্থিত ছিলেন দেবী আদ্যাশক্তি মহামায়ার সাজে। তবে জানা যাচ্ছে এই বছর দেবী দুর্গার সাজে দেখা যাবে মিঠাই খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে।

যদিও গতবছর মহামায়ার এক রূপ ‘কমলে কামিনী’ রূপে দেখা গিয়েছিল সৌমিতৃষাকে। এই বছর তিনি আবির্ভূত হবেন দেবী মহামায়া রূপে। আর এই বছর যমুনা ঢাকির অভিনেতা রুবেল দাসকে মহাদেবের ভূমিকায় দেখা যাবে বলে খবর।