সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সামরিক বাহিনীর স’দ’স্য হ’লো ২০টি প্রশিক্ষণ প্রা’প্ত ইঁদুর, কারণ জানলে চ’ম’কে উঠবেন

খাদ্যশস্য নষ্ট করা থেকে রোগভোগ ছড়ানো সবই ইঁদুরের কাজ। কিন্তু তারপরে সেই ইঁদুর যদি মানুষের জীবন রক্ষাকারী হিসেবে সামরিক সেনাবাহিনীতে যোগ দেয় তাহলে তো অবাক হতেই হবে। কম্বোডিয়ায় সামরিক সেনাবাহিনীতে যোগ দেয় কুড়িটি ইঁদুর। আফ্রিকার তানজানিয়া থেকে এই বিশেষ ধরনের ইঁদুর এনে সামরিক সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রশিক্ষণ দেয়া হয়।

1979 সাল থেকে কম্বোডিয়ার স্থল মাইন বিস্ফোরণে নিহত হয়েছে 64 হাজারেরও বেশি মানুষ।আমদানি করা এইসব ইদুরের ঘ্রাণ শক্তি বেশি হয়,সেই কারণে এরা মাইন খুব সহজেই শনাক্ত করতে পারে।এই পদ্ধতিতে সাফল্য আসায় 2016 সাল থেকেই স্থল মাইন অপসারণে ইঁদুর ব্যবহার করছে কম্বোডিয়া।

ইঁদুরের তদারককারী বলেন যে স্থল মাইন স্থলমাইন খোঁজার কাজটা ওরা এত ভালোভাবে করবে আমরা কাজ শুরু হওয়ার আগে তা বুঝতে পারিনি। ইঁদুরের ঘ্রাণশক্তি এত বেশি তা আমরা বুঝতে পারিনি। বেশিরভাগ ক্ষেত্রেই ওরা সঠিক ইঙ্গিত দিয়ে থাকে। আর এভাবেই সামরিক বাহিনীর অংশ হয়ে যায় সেই কুড়িটি ইঁদুর।