সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গরমে বাংলা বিশ্ব রে’ক’র্ড গড়লো! বিশ্বের সপ্তম উষ্ণতম শহরের খে’তা’ব পেল বাঁকুড়া

জগত সভায় আবারও শ্রেষ্ঠ আসন লাভ করলো ভারত। আরেকটু ভালোভাবে বললে শ্রেষ্ঠ আসন লাভ করলো বাংলা। হঠাৎ কি অসাধ্য সাধন করেছে ভারত? এই অসাধ্য সাধন করেছে গ্রীষ্মকাল! বাংলার বাঁকুড়ার নাম উঠে গেল সর্বাধিক উষ্ণতম স্থানের তালিকায়।

আগে থেকেই আবহাওয়া দপ্তর জানিয়ে ছিল এ বছর এপ্রিল থেকে জুন মাসে প্রবল গরম পড়তে পারে অন্যান্য বছরের রেকর্ড ভেঙে দেবে গরম। ঠিক তেমনই তাপপ্রবাহ জারি রয়েছে বাংলার বিভিন্ন জেলায় জেলায়। গত ২৪ ঘন্টার আবহাওয়া নিরিখে বিশ্বের উষ্ণতম শহরের তালিকায় সপ্তম স্থান পেয়েছে বাঁকুড়া।

বৃহস্পতিবারই তালিকা প্রকাশ করেছে একটি আন্তর্জাতিক ওয়েবসাইট। গত ২৪ ঘন্টায় বাঁকুড়া শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৪৪.১ ডিগ্রি। ওই ওয়েবসাইট বৃহস্পতিবার তাদের উষ্ণতম শহরের তালিকা প্রকাশ করেছে। প্রথম দুটো স্থানে রয়েছে মায়ানমারের দুই শহর।

আরো খবর: বেডরু’মে লাগোয়া বাথরুম আপনার পরিবারের ক্ষ’তি করতে পারে! এই ভুলগুলো কখনো করবেন না

২৪ ঘন্টায় ওই দুই জায়গাতেই তাপমাত্রা পৌঁছে যায় ৪৫° সেলসিয়াসে। তৃতীয় স্থানে নাইজেরিয়ার একটি শহর এবং চতুর্থ স্থানে রয়েছে ভারতের এলাহাবাদ শহর। পঞ্চমে ভারতের বাড়িপোদা। অন্যদিকে বাঁকুড়ার তুলনায় কিছুটা নিচে রয়েছে খাজুরাহো এবং জামশেদপুর।

গতবছরের তাপমাত্রাকে ছাড়িয়ে গিয়েছে এবারের বাংলার তাপমাত্রা। গত বছর বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস এবার তা এক ডিগ্রি থেকে কিছু বেশি বেড়ে গিয়েছে। তবে শুধুমাত্র বাঁকুড়া নয় দক্ষিণবঙ্গের পশ্চিমের বিভিন্ন জেলায় ব্যাপক তাপপ্রবাহ চলছে।