সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বেডরু’মে লাগোয়া বাথরুম আপনার পরিবারের ক্ষ’তি করতে পারে! এই ভুলগুলো কখনো করবেন না

আজকাল বেশিরভাগ বাড়িতেই বেডরুম অ্যাটাচ বাথরুম থাকতে দেখা যায়। নিজেদের সুবিধার্থে এই ব্যাবস্থা করেন অধিকাংশ মানুষই। কিন্তু বাস্তু শাস্ত্র মতে ঘরের সাথে অ্যাটাচ বাথরুম থাকা মোটেই শুভ নয়।
আগের দিনে বাথরুম ঘরের অনেকটাই দূরে করা হতো কিন্তু এখন আর সেসব হয়না। কিন্তু বাস্তু শাস্ত্র যারা মানে তাদের জন্য বলবো একটু বুঝে সুজে বাথরুম বানান।

কারণ এই লাগোয়া বাথরুমের কারণেই আপনার পারিবারিক, আর্থিক বা শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
বাস্তুর এই বিষয়গুলো মাথায় রাখুন যদি আপনার বাড়ির বাথরুমটি বেডরুম বা অন্য কোনও রুমের সঙ্গে এটাচ করে থাকেন তবে অবশ্যই বাস্তুশাস্ত্রে উল্লেখিত এই নিয়মগুলি মনে রাখবেন। নাহলে জীবনে অনেক সমস্যা বাড়তে পারে।

বেডরুমের সঙ্গে যদি বাথরুম লাগানো থাকে তাহলে খেয়াল রাখবেন ঘুমানোর সময় পা বা মাথা দুটোই যেন বাথরুমের দিকে না থাকে। তা না হলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে। দাম্পত্য সমস্যা কোনও ভাবেই এড়ানো যাবে না। এছাড়াও বাথরুম কখনোই নোগরা রাখবেন না এতে আর্থিক সমস্যা বাড়তে পরে বলে মনে করা হয়।

বাথরুমে কল চালানো থাকলে সেটা অবশ্যই বন্ধ করুন অনবরত পড়তে থাকে এই লক্ষণ খুবই অশুভ। এটি অর্থক্ষতির ইঙ্গিত অথবা বাড়ির সদস্যদের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করুন। বাথরুম ভিজে রাখবেন না এটি নেগেটিভ শক্তি বাড়াতে সাহায্য করে।

আরো খবর: পায়ে কি কালো সুতো পরেছেন? জানুন এই সুতো কোন রাশির জন্য শুভ ও অশুভ

এর প্রভাবে ঘরের সদস্যদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়। তাই বাথরুমের জানলা খুলে হোক বা একজস্ট ফ্যান দিয়ে হোক ঘরের সঙ্গে লাগোয়া বাথরুম সব সময় শুকনো রাখার চেষ্টা করুন। এছাড়াও আপনার বাথরুমটি বসার ঘর বা বেডরুমের সঙ্গে এটাচ থাকে তবে তার রঙটি বাস্তু অনুসারে হওয়া উচিত।

সেই অনুযায়ী বাথরুমে আকাশী, ক্রিম রঙের মতো হালকা রং ব্যবহার করুন। আপনি যদি টাইলস লাগিয়ে থাকেন, তাহলে মনে রাখবেন সেগুলোও যেন হালকা রঙের হয়। বাথরুমে একেবারেই কালো টাইলস লাগাবেন না।

বাথরুমটি যদি বেডরুম বা ড্রয়িং রুমের সঙ্গে এটাচ থাকে তবে এর পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিন, তা না হলে নোংরা বাথরুম আপনার বাস্তুকে প্রভাবিত করবে এবং আর্থিক সমস্যার চরম পর্যায়ে পৌঁছবে বলে মনে করা হয় বাস্তু শাস্ত্রে। তাই এগুলো মাথায় রেখে নিজের বাড়ি সাজান।