সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আ’র্থি’ক কে’লে’ঙ্কা’রি মামলায় গ্রেফতার করতেই পারে ED, সা’ফ জানিয়ে দি’ল সুপ্রিম কোর্ট

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট এবার গুরুত্বপূর্ণ একটি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির ক্ষমতা বাড়িয়ে দিল। আর্থিক তস রূপের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেফতার সম্পত্তি বাজেয়াপ্ত বা তল্লাশি চালাতে পারবে।

সুপ্রিমকোর্ট এদিকে ছাড়পত্র দিয়ে এই রায় দিয়েছে । PMLA Act এর আওতায় ইডির ক্ষমতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছিল।

এই গুরুত্বপূর্ণ মামলাগুলি বেশিরভাগই বুধবার খারিজ করে দেওয়া হয়েছে বিচারপতি এএম খানউইলকরের বেঞ্চে।আবেদনকারীদের সওয়াল ছিল, গ্রেফতার হওয়া ব্যক্তিকে গ্রেফতারির কারণ না জানিয়ে গ্রেফতার করা অসাংবিধানিক।

আরো পড়ুন: চাণক্য নী’তি: এই দুটি টিপস মে’নে চললে সা’ফ’ল্য হাতের মু’ঠো’য়

বুধবার বিচারপতি এএম খানউইলকরের বেঞ্চ এই সব আর্জি খারিজ করে দেয়।তবে, বিরোধীদের নিশানা করতে মোদী সরকার ইডির মতো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে বলে অভিযোগ।

কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে ইডি ন’বছরে মোট ১১২টি তল্লাশি চালিয়েছিল। মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর গত আট বছরে ৩,০১০টি তল্লাশি অভিযান চালিয়েছে ইডি।