সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্যবসা গু’টি’য়ে দেশ ছাড়তে চলেছে বিশ্বের স’ব’চে’য়ে ব’ড়ো সিমেন্ট কোম্পানি

ভারত থেকে আগেই ব্যবসা গুটিয়ে নিয়েছে বিশ্বের একসময়কার অতি বৃহত্তম সংস্থা জেনারেল মোটরস। আর এক মার্কিন বহুজাতিক ফোর্ড তাদের ব্যবসার বেশির ভাগ সম্পত্তি মহিন্দ্রার সঙ্গে গড়া যৌথ উদ্যোগের হাতে দিয়েছে। হার্লে ডেভিডসনও এদেশ থেকে তাদের পাততাড়ি গুটিয়েছে। এবার সিমেন্ট কোম্পানির পালা।

বিগত ১৭ বছর ধরে এ দেশের মাটিতে ব্যবসা করছে সুইস কোম্পানি হলসিম গ্রুপ (সিমেন্ট)। এটি বিশ্বের সবচেয়ে বড় সিমেন্ট কোম্পানি। ভারত থেকে ব্যবসা গোটাতে চলেছে হলসিম গ্রুপ।সংস্থার তরফে দাবি, বিশ্ব জুড়ে তাদের ব্যবসা ঢেলে সাজাবার অঙ্গই এটা।

এ দেশে হলসিম গ্রুপের দু’টি কোম্পানি রয়েছে, অম্বুজা সিমেন্ট এবং এসিসি লিমিটেড। ২০১৮ সাল থেকেই হলসিম অম্বুজা আর এসিসি-কে একটা ব্র্যান্ড তৈরির চেষ্টা করছে, কিন্তু এখনও পর্যন্ত তা সম্ভব হয়নি। ভারতীয় বাজারে হলসিমের ফ্ল্যাগশিপ কোম্পানি হল অম্বুজা সিমেন্ট। এতে হলসিমের ৬৩.১ শতাংশ শেয়ার রয়েছে।

আরো পড়ুন: জয় জয় বজরংবলী, হনুমান জয়ন্তীতে কৃ’পা লা’ভ করুন এভাবে

হোল্ডেরিন্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের মাধ্যমে হোলসিম এই অংশীদারিত্বের মালিক। এসিসি লিমিটেড আরও একটি শীর্ষস্থানীয় সিমেন্ট ব্র্যান্ড। অম্বুজায় তাদের ৫০.০৫ শতাংশ শেয়ার রয়েছে। আবার এসিসি-তে হোল্ডেরিন্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রত্যক্ষ শেয়ার রয়েছে ৪.৪৮ শতাংশ।

বর্তমানে হলসিম গ্রুপের এই দু’টি কোম্পানি অম্বুজা সিমেন্ট এবং এসিসি লিমিটেড সম্মিলিত ভাবে বছরে ৬৬ মিলিয়ন টন সিমেন্ট উৎপাদন করে। বুধবার পর্যন্ত, অম্বুজা সিমেন্ট এবং এসিসি লিমিটেডের সম্মিলিত বাজার মূলধন ছিল ১.১৪ লক্ষ কোটি টাকা।

ব্যবসা বিক্রির জন্য ইতিমধ্যে ভারতের কয়েকটি কোম্পানি যেমন – জেএসডব্লিউ, আদানি গ্রুপ-সহ অন্যান্য কোম্পানির সঙ্গে তারা কথাবার্তা শুরু করেছে। তবে জানা যাচ্ছে, আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

তবে উল্লেখযোগ্য বিষয় হল, জেএসডব্লিউ এবং আদানি গ্রুপ সম্প্রতি সিমেন্ট ব্যবসায় প্রবেশ করেছে। বর্তমানে ভারতীয় সিমেন্ট বাজারের সবচেয়ে বড় কোম্পানি হল আদিত্য বিড়লা গ্রুপের আল্ট্রাটেক। প্রতি বছর এই কোম্পানি থেকে ১১৭ মিলিয়ন টন সিমেন্ট উৎপাদিত হয়।

আরো পড়ুন: রণবীর-আলিয়ার বি’য়ে’র আসর এবার কলকাতায়! দা’য়ি’ত্ব পা’ল’ন করলেন পরিচালক শিবপ্রসাদ

তাই এই সুযোগে যে কোম্পানি এখন অম্বুজা এবং এসিসি লিমিটেডকে কিনে নেবে তারাই ভারতের সিমেন্ট বাজারের দ্বিতীয় স্থানে চলে আসবে। আর এই কারণেই জেএসডব্লিউ এবং আদানি হলসিম গ্রুপের এই দু’টি কোম্পানি কেনার জন্য আগ্রহ দেখাচ্ছে বলে খবর।

তবে একের পর এক বিদেশী কোম্পানির এদেশ থেকে ব্যবসা সরিয়ে নেওয়ার পেছনে প্রধান দায়ী নরেন্দ্র মোদি সরকারের বিদেশি লগ্নি টানার পরিকল্পনা। বিরোধীরা তাই কটাক্ষ করছেন, শিল্পের প্রতি বিজেপি সরকারের এহেন উদাসীনতাই কোম্পানিগুলিকে দেশ ছাড়তে বাধ্য করছে।