সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার বাংলাতেও হবে গরুর “আধার কার্ড”, গরুর কানে দে’খা যাবে হলুদ ট্যা’গ

গতবছর উত্তরপ্রদেশে গরুর আধার কার্ড হতে আমরা দেখেছিলাম। প্রত্যেক গরুর কানে হলুদ রঙের আধার কার্ড আটকে দিয়ে তাদের পরিচয় পত্র তৈরি করা হয়েছিল। এবার এই একই প্রক্রিয়া শুরু হয়ে গেল বাংলায়। এই প্রক্রিয়া প্রথম শুরু করলো পূর্ব বর্ধমান জেলার প্রাণী সম্পদ বিকাশ বিভাগ। প্রথম দফায় রুসেল্লোসিস টিকা প্রদানের প্রক্রিয়া হবে আগামী ২০ সেপ্টেম্বর থেকে এবং শেষ হবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলার প্রাণী সম্পদ বিকাশ বিভাগের ডেপুটি ডাইরেক্টর সোমনাথ মাইতি জানিয়েছেন, প্রথমে গরুকে ভ্যাকসিন দেওয়া হবে। প্রায় ৬৬ হাজার এর বেশী গরুকে ভ্যাকসিন দেওয়ার পর তাদেরকে চিহ্নিত করা হবে।পূর্ব বর্ধমান জেলার সমস্ত ব্লকের পাশাপাশি পুরোদমে গরুর কানে হলুদ ট্যাগ লাগানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে ভাতার ব্লকেও।

ভাতার ব্লকের প্রাণিসম্পদ দপ্তর আধিকারিক শঙ্খ ঘোষ জানিয়েছেন, ব্রুসেলোসিস রোগের টিকা করন শুরু হবে আগামী ২০ সেপ্টেম্বর থেকে। প্রথমে চার থেকে আট মাস পর্যন্ত বয়সে ছোট ছোট বাছুরের টিকা দেওয়া হবে। এই সকল গরুর মালিকদের পরিচয় সহ সমস্ত তথ্য রেজিস্টার করা হবে।

প্রসঙ্গত, এই প্রক্রিয়া গত বছর থেকেই শুরু করে দিয়েছিল উত্তরপ্রদেশ সরকার। ১২ সংখ্যার ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর থাকে যে নম্বরের সাহায্যে গ্রুপ যাবতীয় তথ্য জানতে পারবে প্রশাসন। এই ট্যাগে একটি চিপ থাকবে যার মাধ্যমে গরুর এবং তার মালিক সম্পর্কে সম্পূর্ণ তথ্য থাকবে সরকারের কাছে।