সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চাইনিজ গুপ্তচর জাহাজকে বন্দরে ঢু’ক’তে দিতে না’রা’জ শ্রীলঙ্কা! কারণ কি ভারত?

চীনা গুপ্তচর জাহাজ ইউয়ান ওয়াং ৫ কে রুখে দিল শ্রীলংকা সরকার। তারিখ অনুযায়ী ১১ আগস্ট শ্রীলংকার হাম্বনতোতা বন্দরে আসার কথা ছিল চিনা নৌবাহিনীর জাহাজ স্পেস-স্যাটেলাইট ট্র্যাকার শিপের’।

কিন্তু এবার সেই পথেই বাধা দিল শ্রীলঙ্কা সরকার, শ্রীলঙ্কা তরফ থেকে আপাতত এই জাহাজকে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে । তাহলে কি এটা ভারতের চাপেই? এমনটাই অনুমান করা হচ্ছে।

আসলে এই ১১ হাজার টনের জাহাজ যেটা কিনা উপগ্রহের ওপর নজরদারির কাজে ব্যবহৃত হয় সেটাকে সামরিক স্থগিত রাখার জন্য একটি পোতাশ্রয় বন্দরের প্রয়োজন ছিল। সেই কারণেই কলোম্বকে অনুরোধ করেছিল বেজিং।

আরো পড়ুন: সরকারি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টা’কা আত্মসাৎ, মা’র’ধ’র টিএমসি নেত্রীকে

জুলাই মাসের দিকে এই অনুরোধ জানানো হয়েছিল,তখন প্রাথমিকভাবে সম্মতি পাওয়া গিয়েছিল কলম্বোর তরফ থেকে। জানা যাচ্ছে এই জাহাজটি এখন তাই ওয়ান প্রণালীর কাছে রয়েছে।

গত কয়েক বছর আগেই শ্রীলংকার সেই বন্দরে চীনের সাহায্যেই পরিকাঠামোগত উন্নয়নের কাজ শুরু হয়েছিল। তবে ২০১৪ সালে চিনা দুটি ডুবোজাহাজের সফরের পর থেকেই নয়া দিল্লি বিষয়টি নিয়ে আপত্তি তোলে।

ঠিক এই জাহাজ নিয়েও আপত্তি তোলা হয়েছিল নয়া দিল্লির তরফ থেকে। গত ২৮ জুলাই এই চীনা গুপ্তচর জাহাজের উপস্হিতির সম্ভাবনা নিয়ে বিবৃতি জানিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী।

আরো পড়ুন: রাজ-শুভশ্রীর পুত্র সন্তানের না’ম “ইউভান”, অ’র্থ জানলে অ’বা’ক হবেন আপনিও

ঠিক এরপরেই শ্রীলংকার প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আর্থিক দিক থেকে একেবারে দুর্বল অবস্থায় থাকা শ্রীলংকাকে গত কয়েক মাসে অনেক সাহায্য করেছে নরেন্দ্র মোদি সরকার।

তাই আমরা ভারতের উদ্বেগ নিয়ে অবগত। ইতিমধ্যেই হাম্বান তোতা বন্দরের সফর অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়ার বার্তা দেওয়া হয়েছে বেজিং কে।