সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কালীঘাটে লকেট! খবর ছ’ড়া’তেই মু’খ খুললেন বিজেপি সাংসদ

একুশের বিধানসভা নির্বাচনের পর থেকে কার্যত বিজেপি শিবিরে ভাঙ্গন ধরতে শুরু করেছে। নির্বাচনের আগে যেখানে তৃণমূলের তরফ থেকে তাবড় তাবড় নেতাকর্মীদের বিজেপি শিবিরের নাম লেখাতে দেখা যাচ্ছিল, নির্বাচনের পর সেই চিত্রে বদল দেখা যায়। সদ্য গেরুয়া শিবির পরিত্যাগ করে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন বিজেপির হেভিওয়েট নেতা বাবুল সুপ্রিয়। এরপরে গুঞ্জন ওঠে যে বিজেপি শিবিরে আরো বড় ভাঙ্গন ঘটতে চলেছে।

এখন আবার সদ্য কালিঘাট থেকে খবর এসেছে যে হুগলীর বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেও নাকি কালীঘাটে দেখা গিয়েছে। তিনিও নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এসেছেন! তাই একাধিক সংবাদ মাধ্যমে খবর রটে গিয়েছে যে লকেট চট্টোপাধ্যায় নাকি শীঘ্রই তৃণমূল শিবিরের নাম লেখাতে চলেছেন। যদিও বিজেপি নেত্রী এই খবরকে সম্পূর্ণ ভুয়ো বলেই দাবি করছেন।

নিজের ট্যুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করে তিনি এই ভুয়া খবর নিয়ে সকলকে সচেতন করে দিয়েছেন। লকেট চট্টোপাধ্যায় তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়েছেন, তিনি সাধারণত এমন ভুয়ো খবরে বিশেষ পাত্তা দেন না।কিন্তু আজকের এই ভুল খবর তিনি এড়িয়ে যেতে পারেননি। তিনি স্পষ্ট করেছেন, ‘আমি আয়ারাম গয়ারাম রাজনীতিতে বিশ্বাসী নই’। সংবাদমাধ্যমের এইভাবে ভুল খবর রটিয়ে তার বিশ্বাসযোগ্যতা নষ্ট করার কাজ চলছে বলে অভিযোগ করেন তিনি।

বাবুল সুপ্রিয় দল ত্যাগ করার পর থেকেই কার্যত বিজেপির শিবিরের অভ্যন্তরে একাধিক নেতাকর্মী বেসুরো গাইছেন। যেকোনো মুহূর্তে বিজেপি শিবিরে অনেক বড় ভাঙ্গন ধরতে পারে বলে কার্যত আশঙ্কা করছেন কেন্দ্রীয় শাসক শিবিরের সদস্যরা।