Home অফবিট বি’য়ে’র মরশুমে বি’য়ে’র গহনা মা’ত্র ১০০০ টা’কা’র মধ্যে, এটাও কি স’ম্ভ’ব?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’য়ে’র মরশুমে বি’য়ে’র গহনা মা’ত্র ১০০০ টা’কা’র মধ্যে, এটাও কি স’ম্ভ’ব?

সোনা ছাড়া বিয়ের গয়না তাও আবার হয় নাকি! নিশ্চয়ই হয়। যখন হলদে ধাতুর দাম উর্ধ্বমুখী তখন মুশকিল আসান করতে পারে অন্যান্য ধাতু। বিয়ের বিশেষ আধুনিক কনেরা নিজেদের সাজিয়ে তুলছেন সোনার বিকল্প ধাতু দিয়ে। তবে রুপো কিংবা প্ল্যাটিনাম নয় কুন্দন ও জড়োয়ার গয়নার সঙ্গে নিজেদের রূপসী করে তুলছেন আজকের কনেরা। বিয়ে হোক কিংবা রিসেপশন শাড়ি হোক কিংবা লেহেঙ্গা সবকিছুর সঙ্গেই মানানসই এই ধরনের গয়না।

ইদানিং বিয়েতে কুন্দনের গয়না জনপ্রিয় হয়েছে। বিয়ের ভারী শাড়ির সঙ্গে এই ধরনের গয়না বেশ ভালো মানিয়ে যায়। তাছাড়া যে কোন স্কিন টোন বা চেহারার সঙ্গে খাপ খাইয়ে যায় এই ধরনের গয়না। এছাড়াও বিকল্প হিসেবে মুক্তোর গয়না ব্যবহার করছেন অনেকে। গোল্ড প্লেটেড মুক্তোর মত দেখতে এক ধরনের গয়না এখন বাজার গরম করছে। সোনার একটা ছোট্ট চোকারের সঙ্গে মানানসই মুক্তোর লম্বা হার পড়ছেন অনেকেই।

আবার ঝুমকো কানের দুলের সঙ্গে কুন্দনের টাইরা। হাতে শাঁখা পলা বাঁধানোর সঙ্গে শোভা পাচ্ছে মুক্তোর চুরি। এছাড়া লেহেঙ্গার সঙ্গে গোল্ড প্লেটেড জুয়েলারি তো কোন তুলনাই হয় না। নকল হীরের গয়না এখন বেশ জমকালো। এগুলোর পোশাকি নাম রেপ্লিকা।এছাড়া নানান রকম পাথরের গয়না পাওয়া যায় যা অপূর্ব সুন্দর কারুকার্য। অল্প বয়সী থেকে মাঝ বয়সী সকলকেই অপরূপ দেখায় এই ধরনের গয়নায়।

আরো খবর: কিমের দে’শে দুধ-কফি বি’ক্রি করার অ’ভি’যো’গে সিঙ্গাপুরে এক ব্য’ক্তি’র জেল

শুধু কি গোল্ড প্লেটেড? সিলভার প্লেটের জুয়েলারিও মন্দ নয়। আর তার সঙ্গে যদি জড়োয়ার গয়না থাকে তবে তো ষোল কলা পূর্ণ। জরির কাজ করা শাড়ির সঙ্গে এই ধরনের গয়না নারীর আভিজাত্য আরও বাড়িয়ে দেয়। সোনার জলকড়া গয়না সেই আদিকাল থেকে সাজের অন্যতম উপকরণ। কিন্তু এখন প্রশ্ন হলো কোথায় পাওয়া যাবে এমন রকমারি গয়না।

শহর কলকাতায় বিভিন্ন দোকানে ঢু মারলেই এমন গয়না পাওয়া যাবে। বউবাজার থেকে বড়বাজার নিউমার্কেট থেকে হাতিবাগান রাস্তার দু’ধারেই সারি সারি দোকানে এই ধরনের গয়না কিনতে পাওয়া যাবে কেজি দরে। অর্ডার দিয়ে এই গয়না বানাতেও পারেন হাতিবাগান এবং গড়িয়াহাট থেকে।