সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কিমের দে’শে দুধ-কফি বি’ক্রি করার অ’ভি’যো’গে সিঙ্গাপুরে এক ব্য’ক্তি’র জেল

উত্তর কোরিয়ার নাম শুনলেই আমাদের সবার আগে যার কথা মনে পড়ে তার নাম কিম জং উন। তিনি দেশের প্রধান, তার কথার এদিক ওদিক হয়তো একটা মশাও যেতে পারে না। আর সেই কিম জং উনের দেশের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এক ব্যক্তি নিজের প্রাণের ভয় না পেয়ে উত্তর কোরিয়ায় স্ট্রবেরি মিল্ক ও কফি বিক্রি করেছে।

তার এই দুঃসাহসিক কর্মকাণ্ডের কারণেই সিঙ্গাপুর আদালত তাকে সাজা শুনিয়েছে। আন্তর্জাতিক অনেক বিধি নিষেধ রয়েছে উত্তর কোরিয়ার ওপর। এই ধরনের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ৫৯ বছরের এক ব্যক্তি সেই দেশে এই ধরনের পণ্য বিক্রি করার সাহস দেখিয়েছে।

সেই ব্যক্তি নিজের দোষ স্বীকার করেছে, আসলে সূত্রের মাধ্যমে জানা যায় সিঙ্গাপুরের নরমপানীয় প্রস্তুতকারী পোক্কা ইন্টারন্যাশনাল সংস্থার ম্যানেজার ছিলেন সেই ব্যক্তি। এবং তখনই আন্তর্জাতিক নিয়ম-কানুন লংঘন করে উত্তর কোরিয়ায় স্ট্রবেরি ফ্লেভার দুধ ও কফি পাঠিয়েছিল এই সংস্থা।

আরো খবর: কাতারে যে’তে না পে’রে নিজের টা’কা’য় মেসির মূ’র্তি তৈ’রি করলেন চা বিক্রেতা

জানা যাচ্ছে তখন যে পরিমাণ পণ্য পাঠানো হয়েছিল সেই পণ্যের বর্তমান বাজার মূল্য ১০ লক্ষ ডলার। ইতিমধ্যেই তাকে পাঁচ সপ্তাহের জন্য কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে মামলায় সামনে এসেছে চোড়া পথে এই কর্মকাণ্ড ঘটিয়েছে সংস্থাটি। এই লেনদেনের জন্য কোনো কমিশন নেয়নি সেই ব্যক্তি, কেবলমাত্র কোম্পানির বিক্রিই বৃদ্ধির উদ্দেশ্যই ছিল তার।

উত্তর কোরিয়ায় পরমাণু এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য রাষ্ট্রসঙ্ঘের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। তাই সেখানে এই ধরনের কর্মকাণ্ডকে অপরাধ বলেই মনে করছে সকলে।