সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শরীরের ভি’ত’রে ঢো’কা’নো থাকবে চিপ, হাত লাগালেই খু’লে যা’বে বাড়ি-গাড়ির দরজা

হাত ছোঁয়ালেই খুলে যাবে বাড়ি কিংবা গাড়ির দরজা! শুধু হাত ছুঁয়ে দিলেই হয়ে যাবে টাকা-পয়সার লেনদেন। কোনও কল্পকাহিনী নয়, এ হল বিজ্ঞান। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটি ভিডিও দেখে চোখ কপালে উঠেছে সকলের। প্রযুক্তি এতটাই উন্নতি করেছে যে কল্প কাহিনীর গল্পগুলো যেন চোখের সামনে এখন বাস্তব হয়ে উঠছে।

টেসলা গাড়ির দরজা খোলার জন্য চাবির দরকার হচ্ছে না, দরকার হচ্ছে শুধু হাতের স্পর্শ। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই ভিডিও দেখে রীতিমতো অবাক হলেন সকলে। কোনো মন্ত্র বলে কিংবা ম্যাজিকের কারণে নয়, আসলে হাতের চামড়ার ভিতরে ভিভোক্সি এপেক্স নামের একটি বিশেষ চিপের দ্বারা এই অসাধ্য সাধন হচ্ছে।

ভবিষ্যতে এই চিপ ব্যবহার করে টাকা পয়সার লেনদেন করা যাবে বলে এই জানানো হচ্ছে। বর্তমানে ১০০ জন মানুষের উপর এই চিপের পরীক্ষামূলক প্রয়োগ চালানো হয়েছে।

আরো পড়ুন: রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি না হ’লে সবাই বাড়িতে ব’সে যা’বে: অশোক গেহলট

নিজের হাতে চিপ ঢোকাতে খরচ হয়েছে বত্রিশ হাজার টাকা। এই চিপের মধ্যে সমস্ত তথ্য থেকে যাবে। ব্যাংক থেকে শুরু করে আপনার যাবতীয় সব কাজ এই চিপের মাধ্যমে সম্ভব হবে। দেখুন সেই ভাইরাল ভিডিও এই প্রতিবেদন থেকে।