সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভা’বা যায়! ১৫০ কুইন্টাল আলু চা’ষ হলো ১ একর জমিতে! সকলকে অ’বা’ক করলেন উত্তরপ্রদেশের কৃষক

শুধুমাত্র চাকরি কিংবা ব্যবসা নয় চাষ করেই কোটিপতি হয়েছেন এক কৃষক। এক একর জমিতে ১৫০ কুইন্টালের বেশি আলু উৎপাদন করেছেন তিনি। তার এই অভাবনীয় উৎপাদনে অবাক গোটা দেশের কৃষক মহল। কিন্তু কিভাবে এমন অসাধ্য সাধন করলেন তিনি। উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রামে বাড়ি তার। নাম রাম শরণ শর্মা। বেশ কয়েক বিঘা জমি রয়েছে তার। সেই জমিতে বিভিন্ন কৃষিজ ফসল উৎপাদন করে থাকেন তিনি।

আর এবার তিনি মাত্র এক একর জমিতে ১৫০ কুইন্টালের বেশি আলু ফলিয়ে ফেলেছেন। যা রীতিমত অবাক করে দিয়েছে সকলকে। তবে কোন জাদু বলে নয় বরং সামান্য জল সেচ আর পরিচর্যা করে তিনি এই ম্যাজিক ঘটিয়েছেন। তবে অন্যান্য চাষের এই আলু ফলিয়ে ৩০ শতাংশ জল কম খরচ হয়েছে। লাভের পরিমাণ এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে।

সামান্য পরিমাণ জমিতে এতখানি আলু উৎপাদন করায় তার খরচ কমে। তার বদলে বেড়ে গিয়েছে লভ্যাংশ।কৃষি ক্ষেত্রে বিভিন্ন ধরনের নতুন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। বিশেষ করে ভারতের মতো কৃষিজীবী দেশে যা সব থেকে বেশি প্রয়োজন।

আরো খবর: ডিসেম্বরের শেষ সপ্তাহে এই ৩ রাশির ভাগ্য অন্যদিকে টা’র্ন নে’বে! লা’ভ হবে না ক্ষ’তি?

জমিতে উৎপাদন বাড়ানোর জন্য ও ফসলবাড়ানোর জন্য নানান অত্যাধুনিক টেকনিকের ব্যবহার করছেন ভারতের চাষীরা। তাদের সকলের কাছে এক নতুন দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছেন রামশরণ। তবে শুধুমাত্র আলু চাষ করেই নয় এর আগে বিভিন্ন সবজি যেমন ঝিঙে টমেটো ওলকপি চাষ করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। প্রতিমাসে কয়েক লক্ষ টাকা রোজগার করেন তিনি।

নিজেই জমির দেখভাল করেন। এর আগে ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। কলা এবং টমেটোর ফলন করেও তিনি চমকে দিয়েছিলেন বেশ কয়েক বছর আগে। তিনি জানান, অন্যান্য আলু চাষে জমিতে ১২-১৪ ইঞ্চি আল কেটে আলু উৎপাদিত হয়। কিন্তু এক্ষেত্রে তিনি এক একর জমিতে ৫৬ ইঞ্চির আল তৈরি করেছেন। আর তাতেই কয়েক দিনের মাথায় বিপ্লব ঘটিয়ে ফেলেছেন তিনি। এছাড়া জলসেচ ও জৈব সার প্রয়োগ করেছেন সাধারণ আলুর মতন।