সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কা’ম’ড়ে’ছে বি’ষ’ধ’র, কেবলমাত্র মনের জো’রে পরীক্ষা দিলেন গৌতম

ছাত্র-ছাত্রীদের জীবনে মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা। এই মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের মনে থাকে আলাদা একটা উত্তেজনা। জীবনের প্রথম পরীক্ষা দিতে যাওয়ার এই মুহূর্তটা প্রত্যেকে পরীক্ষার্থীর কাছেই স্মরণীয় হয়ে থাকে সারা জীবন। নিজের স্কুল ছেড়ে অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়ার একটা আলাদা আনন্দও থাকে সকলের মধ্যে।

তবে সবার ক্ষেত্রে এই আনন্দ সমান হয় না। যার প্রকৃষ্ঠ উদাহরণ পশ্চিম মেদিনীপুরের ছাত্র গৌতম ঘোষ। মাধ্যমিকের বাংলা পরীক্ষার ঠিক আগের রাতেই বিষধর সাপের কামড় খায় গৌতম।

আর তারপরে পরীক্ষা দেওয়াই রীতিমতো অনিশ্চিত হয়ে পড়ে তার। তবে, অদম্য সাহস এবং জেদের ওপর নির্ভর করে হাসপাতালের বেডে বসেই বাংলা পরীক্ষা দেয় সে। সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে চন্দ্রকোণা পলাশচাবাড়ি নিগমানন্দ হাইস্কুলের ছাত্র গৌতম ঘোষ।

আরো পড়ুন: গোয়াতে কয়টি আসন পা’বে তৃণমূল কংগ্রেস? কি বলছে বু’থ ফে’র’ত স’মী’ক্ষা জেনে নিন

শিক্ষকরা তাকে দেখেই তার অসুস্থতা বুঝতে পারেন। গায়ে হাত পায়ে অসহ্য যন্ত্রণার পাশাপাশি শরীর নীলাভ হয়ে যাচ্ছিল গৌতমের। এমনকি, পরীক্ষাকেন্দ্রে ধীরে ধীরে দুর্বলও হয়ে পড়ছিল সে।এমতাবস্থায়, শিক্ষকরা তাকে প্রশ্ন করতেই সে জানায় গত রাতে সাপের কামড় খায় সে।

এই ঘটনা শুনে স্বাভাবিকভাবে উপস্থিত শিক্ষকরাও চমকে যান। তারপরেই দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকদের পরামর্শ মত চিকিৎসাও চলে গৌতমের।জানা গিয়েছে যে, গত রবিবার রাতে ঘরে বসেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল গৌতম। সেই সময় হঠাৎই চৌকির নীচ থেকে একটি বিষধর সাপ তার পায়ে কামড় বসিয়ে দেয়।