সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গোয়াতে কয়টি আসন পা’বে তৃণমূল কংগ্রেস? কি বলছে বু’থ ফে’র’ত স’মী’ক্ষা জেনে নিন

তৃণমূল কংগ্রেস গোয়া জয়ের জন্যও উঠেপড়ে লেগেছিল। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের বিধায়ক লুইজিনহো ফালেইরো দলে টেনে ব্যাপক চমক দিয়েছিল তৃণমূল। এছাড়াও গোয়ায় আরও কয়েকজন বিধায়ককেও নিজেদের দলে নিয়ে আসে তৃণমূল।

তবে কদিন যেতে না যেতেই মোহভঙ্গ হয় অন্যদল থেকে তৃণমূলে যোগ দেওয়া বিধায়কও নেতাদের। অনেকেই তাঁরা তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দল ছেড়ে দেন।

গোয়ার বিধানসভা ভোট শেষ হয়ে গিয়েছে। এবার সেখান থেকে বুথ ফেরত সমীক্ষাও উঠে এসেছে। AXIS MY INDIA-র সমীক্ষা অনুযায়ী গোয়ায় বিজেপি ১৪ থেকে ১৮টি আসন পেতে পারে।

আরো পড়ুন: পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাকে রাস্তায় ব’সে ছিলেন মহিলা! কেন এমন কা’জ করলেন তিনি?

এছাড়াও গোয়ার প্রধান বিরোধী দল কংগ্রেস সেখানে বড়সড় চমক দিয়ে ১৫ থেকে ২০টি আসন পেতে পারে বলে সমীক্ষায় দেখানো হয়েছে। পাশাপাশি বুথ ফেরত সমীক্ষায়, তৃণমূলের জোট সঙ্গী গোমন্তক পার্টি গোয়ায় ২ থেকে ৫টি আসন জিততে পারে বলে দেখানো হয়েছে।

গোমন্তক পার্টি পার্টি যদি সমীক্ষা অনুযায়ী ২-৫টি আসন পায়, তাহলে সেখানে তৃণমূলের একটি হলেও আসন থাকতে পারে।
আর এটা যদি হয়, তাহলে গোয়ায় প্রথম বিধায়ক পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। তবে গোমন্তক পার্টি ও তৃণমূল জোট গোয়ায় কংগ্রেসকে সমর্থন করে কী না, সেটা নিয়েও জল্পনা চলছে।