সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রত্যেক দেশবাসীর ৫ বছর ক’রে আয়ু ক’মে যা’চ্ছে, বলছে সমীক্ষা

আজকাল মানুষের আয়ু যেন কমে যাচ্ছে এবং সেটা বোঝা যাচ্ছে যখন তখন আমাদের আশেপাশের মানুষজনকে‌ এক এক করে হারাতে যেতে দেখে। হ্যাঁ অবশ্যই আমাদের কিছুটা জীবন যাত্রার জন্য হয়।

সাধারণত স্বাস্থ্যকর খাবার যদি না খাওয়া হয় অথবা যদি ভীষণ পরিমাণে ধূমপান করা হয় তবে আয়ু কমে যেতে পারে প্রায় ১.৮ বছর থেকে ১.৫ বছর, কিন্তু সমীক্ষা করে দেখা গেছে যে বায়ু দূষণের ফলে এবার প্রত্যেকটা মানুষের আয়ু কমছে চলেছে প্রায় পাঁচ বছর।

একটি রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে দিল্লির অবস্থা সব থেকে বেশি শোচনীয় এবং এখানকার মানুষদের গড় আয়ু প্রায় ৯.৭ বছর কমছে। সমীক্ষাতে উঠে এসেছে বায়ু দূষণের নিরিখে রয়েছে হরিয়ানা, বিহার, উত্তর প্রদেশ, ত্রিপুরা।

আরো পড়ুন: বিশ্বের সবচেয়ে ছো’ট ইস্তফাপত্র! আছে মাত্র ৩ টি শ’ব্দ

যেখানকার মানুষের গড় আয়ু কমছে প্রায় ৮.২ ,৭.৯, ৭.৪ এবং ৬ বছর। বায়ু দূষণের নিরিখে রয়েছে বাংলাদেশে। যেখানকার মানুষের গড় আয়ু কমছে প্রায় ৫ বছর করে। এছাড়াও রয়েছেন নেপাল, পাকিস্তান।

বলা হয়েছে পৃথিবীতে বায়ুদূষণ বাড়ছে যার ফলে মানুষের আয়ু কমে যাচ্ছে। বায়ু দূষণের ভয়াবহ আকার ধারন হচ্ছে ভারত এবং উপমহাদেশ গুলিতে ।

করোনার সময়ে বায়ু দূষণের মাত্রা কমে ছিল কিন্তু করোনার দাপট থেকে পৃথিবী আবার নতুনভাবে চলতে শুরু করেছে যার পরেই আবার বাড়ছে বায়ু দূষণ।