সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জোর গুঞ্জন, রাষ্ট্রপতি পদপ্রার্থী কি বিজেপির অন্যতম নে’তা মুখতার আব্বাস নকভি?

ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে সাত বিধানসভা একটি লোকসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে। এই ঘোষণার সাথে সাথেই, বিজেপির সংখ্যালঘু মুখ মুক্তার আব্বাস নাকভির রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে উঠেছে প্রশ্ন।

ইতিমধ্যে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন মতামত সামনে আসছে, কেউ হয়তো বলছি নরেন্দ্র মোদির গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার পথ থেকে এবার দাড়ি পড়তে চলেছে নকভির আবার কেউ বলছে তার জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে সামনে।

সবকিছু এখন জল্পনার মধ্যেই রয়েছে তবে, কোনো কিছুই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামী ৭ ই জুলাই তার রাজ্যসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। কিন্তু বিজেপির তরফ থেকে তাঁকে প্রার্থী করা হয়নি আজমগড় লোকসভা উপনির্বাচনের। নকভির বদলে সেখানে প্রার্থী করা হয়েছে ভোজপুরি অভিনেতা দীনেশলাল যাদবকে।

আরো পড়ুন: জেনে নিন পু’রো ট্রেন বুক করতে কত টা’কা লাগবে, বুকিং প’দ্ধ’তি নিয়ে অজানা ক’থা জেনে নিন

আসলে প্রথম থেকে যে জল্পনার চিন্তাভাবনা করা হচ্ছিল সেটাকে থামিয়ে দিয়ে আরেক নতুন জল্পনা সৃষ্টি করলো বিজেপি। যেখানে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী মুক্তার আব্বাস নাকভির সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। তাই হয়তো তাকে রাজ্যসভার কোনো একটি আসনে বা আজমগড়ের লোকসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করতে পারে তাকে।

এমনটা প্রথমদিকে ভাবা হলেও তার কোন কিছুই হয়নি। রাজ্যসভায় মোট ১৬ টি আসনের নাম ঘোষণা হয়েছে ঠিকই কিন্তু সেই তালিকায় স্থান পায়নি নাকভি। যার পর থেকেই গতকাল শনিবার এক নতুন জল্পনা সৃষ্টি হয়েছে।

এখন রাজধানী দিল্লিতে যে সদর দপ্তর রয়েছে, সেখানে কান পাতলেই শোনা যাচ্ছে বিভিন্ন মতামত। কেউ হয়তো বলছে নাকভির তাহলে এখানেই হয়তো সমাপ্তি, আবার কেউ বলছেন, না আগামী দিনে আরও বড় কিছু অপেক্ষা করে রয়েছে তার জন্য।