সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জেনে নিন পু’রো ট্রেন বুক করতে কত টা’কা লাগবে, বুকিং প’দ্ধ’তি নিয়ে অজানা ক’থা জেনে নিন

বর্তমান সময়ে ভারতীয় রেলের প্রসার কতটা বৃদ্ধি পেয়েছে তা নতুন করে বলার কিছুই নেই। দেশের প্রতিটি কোনায় পৌঁছে গেছে ভারতীয় রেল। বর্তমান সময়ে উন্নত প্রযুক্তিতে সারা দেশ জুড়ে ভারতীয় রেল নিজেদের সেবা প্রদান করে আসছে।

আপনি চাইলেই এসি থেকে নন এসি স্লিপার ক্লাস জেনারেল সমস্ত ক্ষেত্রে টিকিট কাটতে পারবেন বাড়িতে বসে। ধনী-গরিব সবাই ট্রেনে উঠতে পারে সহজে। কিন্তু এতদিন আমরা জেনে এসেছি হয়তো সর্বোচ্চ কয়েকজনের টিকিট আমরা কাটতে পারি, কিন্তু এখানে এবার একটি নতুন বিষয় উঠে এসেছে যা আমাদের অজানা।

ভারতীয় রেলের মতে আপনি চাইলে একটা পুরো ট্রেন পর্যন্ত বুক করতে পারেন। কথাটা শুনে হয়ত বিশ্বাস হচ্ছে না ঠিকই, কিন্তু এটা একটি বাস্তব বিষয়।আপনি চাইলে আপনার জন্য ও আপনার পরিবারের জন্য একটি পুরো ট্রেন বুক করতে পারেন। তবে সেই বুক করার প্রক্রিয়া একেবারে আলাদা, তবেই এই বুকিং অনলাইনে সম্ভব নয়।

আরো পড়ুন: এবার কি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ হা’রা’তে চলেছেন অধীর?

আপনাকে এরজন্য অফ লাইনের রাস্তা বেছে নিতে হবে। আপনি যদি পুরো ট্রেন বুক করতে চান তাহলে আপনাকে নিকটবর্তী স্টেশনে গিয়ে যোগাযোগ করতে হবে।স্টেশনে গিয়ে স্টেশন মাস্টারের সঙ্গে বিস্তারিত আলাপ আলোচনা করতে হবে এবং আগাম ৫০ হাজার টাকা জমা করতে হবে।

কমপক্ষে ১৮ টি বগি বুক করতে হবে, এখানেই শেষ নয় এর সাথে নিরাপত্তা খাতে ৯ লক্ষ টাকা দিতে হবে। কি মনে করছেন এখানে সমস্ত ঝামেলা শেষ? আজ্ঞে না, যাত্রা যদি ৭ দিনের বেশি হয়ে থাকে তাহলে প্রতি প্যাসেঞ্জার পিছু আরো ১০,০০০ টাকা দিতে হবে।এর সাথে রেলওয়ে সার্ভিস চার্জ ও সিকিউরিটি লোন দিতে হবে।

এই সমস্ত কিছু দেওয়ার পরেও আপনার হয়তো টিকিট বা পুরো ট্রেন বুক নাও হতে পারে। এই কারণে আপনাকে দিতে হবে আর একটি দরখাস্ত প্যাসেঞ্জার ট্রান্সপোর্টেশন ম্যানেজার-এর কাছে।