সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার কি প্রদেশ কংগ্রেস সভাপতির পদ হা’রা’তে চলেছেন অধীর?

দুদিনের জন্য কংগ্রেসের নবসংকল্প শিবির বসছে রাজ্যের উদয়পুর, উপস্হিত থাকবে কেন্দ্রীয় নেতৃত্ব। তার মাঝেই উঠে এল প্রদেশ নেতৃত্বের বদলের প্রসঙ্গ। সূত্রের খবর, শুরু হয়ে গিয়েছে অধীর চৌধুরীকে সভাপতি পদ থেকে সরানোর প্রক্রিয়া।

‘এক ব্যক্তি এক পদ’ কে মান্যতা এবং রাজ্যে একচ্ছত্র আধিপত্যে প্রদেশ কংগ্রেস চালানোর অভিযোগ অধীরের বিরুদ্ধে দীর্ঘদিনের।প্রসঙ্গত, আপনাকে জানিয়ে রাখি কংগ্রেস গত বিধানসভা নির্বাচনে রাজ্যে বিরোধী দলের আসনে বসেছিল।

চলতি বিধানসভা নির্বাচনে কংগ্রেসও, বামেদের সঙ্গে সঙ্গে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। রাজ্যে ২৯৪টি আসনের মধ্যে ভোট হয়েছে ২৯২টিতে।

আরো পড়ুন: সব ধরণের লোন আ’রো দামি হতে চলেছে! কি সি’দ্ধা’ন্ত নি’লো RBI

সেই ২৯৪টি আসনের মাত্র একটি পেয়েছে আইএসএফ। বাম-কংগ্রেসের ঝুলি এবার রয়ে গিয়েছে শূন্যই। কংগ্রেসের একটি অংশের মতে, এই কংগ্রেসের বামেদের হাত ধরে ভোটে লড়াই কাল হয়েছে।

অন্য একটি অংশের বক্তব্য, সংগঠন ছাড়াই লড়তে গিয়ে ভরাডুবি হয়েছে সোনিয়া গান্ধির দলের। সূত্রের খবর, সোনিয়া রাজ্যে একটিও আসন না পাওয়ায় অবাক হয়েছেন।

মালদহ, মুর্শিদাবাদ কংগ্রেসের শক্ত ঘাঁটি। সেখানেও একটিও আসন কেন পায়নি দল, সোনিয়া তাও জানতে চেয়েছেন।