সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এক’টি গা’ছে এক’সঙ্গে ছ’টি ফুল’কপি! অ’বি’শ্বা’স্য ঘ’ট’না দে’খ’তে ক্ষে’তে ভি’ড় জ’ম’ছে’ মানুষে’র

একটি গাছে একসঙ্গে ছটি ফুলকপি! অবিশ্বাস্য ঘটনা দেখতে ক্ষেতে ভিড় জমছে মানুষের

ফুলকপি শীতকালের ফসল হিসেবেই পরিচিত৷ ফুলকপির ক্ষেতে সাধারণত একটি ফুলকপির চারায় একটি কপিই ফলতে দেখা যায়৷ কিন্তু উত্তর প্রদেশের শাহজাহানপুরের এক কৃষকের ক্ষেতে ঘটেছে এক অভিনব কাণ্ড৷ ওই কৃষকের ক্ষেতে ফুলকপির একটি চারার মধ্যেই একসঙ্গে ছ’টি কপি ফলেছে৷

একই গাছে ছয় কপির ছবি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে৷ আর সেই কারণে একটি গাছে একসঙ্গে ছটি ফুলকপি দেখতে পাওয়ার সুবাদে ওই কৃষকের ক্ষেতে ভিড়ও জমতে শুরু করেছে৷ এমনকি আশেপাশের জেলা থেকেও অনেকেই ওই কৃষকের ক্ষেতে এসে ভিড় জমাচ্ছেন৷ শুধু তাই নয়, আশপাশের জেলার কৃষকদের মধ্যেও এই অভিনব ঘটনা নিয়ে চর্চা শুরু হয়েছে৷ সরকারি উদ্যোগে এর কারণ খতিয়ে দেখার জন্য কৃষি বিজ্ঞানীদেরও সাহায্য নেওয়া হচ্ছে৷

ওই কৃষকের নাম হরি শরণ বাজপেয়ী। নিজের ক্ষেতে এমন অদ্ভুত কান্ড দেখে নিজেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন৷ সঙ্গে সঙ্গে তা ভাইরালও হয়৷ যাঁরা এই ফুলকপি দেখতে আসছেন, তাঁদের মধ্যে অনেকেই বলেছেন, এই ধরনের কপি ফলাতে পারলে কৃষকদের উপার্জন পাঁচ গুন বাড়বে৷ এই ধরনের কপির বীজ ব্যবহার করতে পারলে কৃষকরা অনেকটাই সুবিধা পাবেন।

এ প্রসঙ্গে জেলা কৃষি আধিকারিক সতীশ চন্দ্র পাঠক বলেন, তিনি নিশ্চিত, এই ফুলকপিটির চারায় কোনও ধরনের মিউটেশন হয়েছে৷ অথবা নতুন কোনও ধরনের কপির চারা তৈরি হয়েছে৷ তবে একমাত্র গবেষণা করেই তা জানা সম্ভব৷ সেই কারণে ফুলকপির ছবি এবং ভিডিও কৃষি বিজ্ঞানীদের পাঠানো হচ্ছে৷