সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সব ধরণের লোন আ’রো দামি হতে চলেছে! কি সি’দ্ধা’ন্ত নি’লো RBI

গৃহ ঋণ সহ অন্য ঋণ দেশে ফের আরও দামি হতে চলেছে। বিশেষজ্ঞদের মতে, আগামী মানিটারি পলিসির কমিটির বৈঠকেই এই প্রসঙ্গে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আর বি আই রেপো রেট (RBI Repo Rate) বৃদ্ধি করলেই লোনগুলি দামি হয়ে উঠবে। ফলে সাধারণ মানুষকে আরও বেশ টাকা গুনতে হবে।

RBI-এর Monetary Policy Committee-র বৈঠক রয়েছে আগামী সপ্তাহেই। একাধিক রিপোর্টে দাবি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট আরও 0.40 শতাংশ বাড়াতে পারে। অর্থাৎ 40 বেসিস পয়েন্ট বৃদ্ধি করতে পারে।

আরো পড়ুন: সুগন্ধির বিজ্ঞাপনের থিম ‘গ’ণ’ধ’র্ষ’ণ! অনুরাগ ঠাকুরের কাছে না’লি’শ মহিলা কমিশনের

যদিও পুরোটাই সম্ভাবনার স্তরে রয়েছে। আগামী সপ্তাহে RBI রেপো রেট আরও 0.40 শতাংশ বাড়াতে পারে। এছাড়া রেপো রেট অগস্টের বৈঠকে আরও 30 বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হতে পারে।

আবার আগামী সপ্তাহে 0.50 শতাংশ বাড়িয়ে অগস্টে 0.20 থেকে 0.25 শতাংশ রেপো রেট বৃদ্ধি করতে পারে রেপো রেট। সম্প্রতি RBI গভর্নর শক্তিকান্ত দাস বলেন, মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে বাড়ানো হতে পারে হার।