সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

‘‌ওয়ান নেশন ওয়ান জব কার্ড’‌ আনার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার

১০০ দিনের কাজ নিয়ে বিস্তর অভিযোগ উঠেছে বারবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে। ১০০ দিনের কাজকে ২০০ দিন করা নিয়ে একাধিকবার কেন্দ্রের কাছে আবেদন জানানো হয়েছে। কর্ণাটক উড়িষ্যা রাজস্থানের মত কিছু রাজ্য জোরালো আন্দোলন তুলেছেন।

১০০ দিনের কাজের গত বাজেটে ৭২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল পরে আরো ২৫ হাজার কোটি টাকা যুক্ত করা হয়। যদিও এখনো ১০০ দিনের টাকা পায়নি বাংলা এমনটাই অভিযোগ করা হয়েছে বারবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই দাবি রেখেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিন কয়েক আগে বাংলার প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। যদিও এখনো বকেয়া টাকা পাওয়া যায়নি। এবার ১০০ দিনের কাজ নিয়ে বড়সড় ঘোষণা। ওয়ান নেশন ওয়ান জব কার্ডের পর এবার আসতে চলেছে।

আরো খবর: তাঁর শে’ষ সিনেমা হয়েছিল সুপারহিট, কিন্তু কোথায় চ’লে গেলেন অভিনেত্রী মিঠু মুখার্জি?

ওয়ান নেশন ওয়ান জব কার্ড ঘোষণা করবার পথে হাঁটছে কেন্দ্র। ১০০ দিনের কাজে গ্যারান্টি প্রকল্পে পঞ্চায়েত থেকে ইস্যু করা হয় জব কার্ড। এবার সেই কার্ডের বৈধতা নিয়ে কড়াকড়ির পথে হাঁটছে কেন্দ্র। ১০০ দিনের কাজের সময়সীমা বাড়ানো হচ্ছে।

আর্থিক মন্দার মধ্যে গ্রামীণ এই প্রকল্পটিকে আরো সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পথে হাঁটছে। তাই বেশি করে ১০০ দিনের কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যদিও এই নতুন পরিকল্পনায় অশনি সংকেত দেখছেন গ্রামীণ কর্মচারী মানুষরা। আসলেই এই কাজে দুর্নীতি রুখতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।