সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তাঁর শে’ষ সিনেমা হয়েছিল সুপারহিট, কিন্তু কোথায় চ’লে গেলেন অভিনেত্রী মিঠু মুখার্জি?

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয়তা এখন একটু কমলেও একটা সময় ছিল তখন সিনেমা হল গুলোয় দর্শকদের রমরমা ছিল দেখার মতোন। আর সেই সময় হলো সত্তরের দশক। যখন উত্তম – সুচিত্রা নামটা সিনেমাহল গুলি কাঁপিয়ে বেড়াচ্ছে। এছাড়াও সৌমিত্র চট্টোপাধ্যায় সাথে সুপ্রিয়া দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায়, মুনমুন সেন, সন্ধ্যা রায় সকলেই ভীষন জনপ্রিয় সেই সময়ে আরেক প্রতিভা উঠে আসে আর সেই প্রতিভা হলো মিঠু মুখার্জি।

১৯৬৭ সালে শ্যামবাজারে এক নাটক মঞ্চস্থ করতে এসেছিলেন মিঠু মুখার্জি, তখন তাকে টলি পাড়াতে কেউ চিনতো না। এরপরে ১৯৭১ সালে ‘চিত্ত বসু’র পরিচালনায় ‘শেষ পর্ব’ ছবিতে প্রথম বড় পর্দায় অভিনয় করেন। আর প্রথম ছবিতেই বাজিমাত। তিনি যথেষ্ট অভিনয় করতে জানতেন, তাই হয়তো আপামর বাঙালি তাঁকে তখনই আপন করে নিয়েছিল।

শুধু অভিনয় নয়, সেই দশকে দাঁড়িয়ে নিয়মকে তোয়াক্কা না করেই বারবার সাধারণ মানুষের তাক লাগিয়েছেন অভিনেত্রী। তারপরে তিনি ‘ মরজিনা আবদুল্লা’ বলে একটি ছবি করেন। সেই ছবিতে খোলামেলা পোশাকে তাঁর সাহসিকতার পরিচয় বাঙালি পেয়েছে, কারণ সেই সময়ে মেয়েরা খুব একটা খোলা মেলা পোশাক করতে স্বচ্ছন্দ বোধ করতো না।

তবে সাফল্যের জন্য সংগ্রাম তাঁকে কোনদিনই করতে হয়নি। আর সাফল্য খুব সহজেই তার কাছে এসে ধরা দেওয়ার জন্য তাঁর ইচ্ছে টা আরো বেড়ে যায়। আরো নাম করার ইচ্ছে। আর তাই তো পরিচালক ‘দুলাল গুপ্ত’ পরিচালিত ‘খান দোস্ত’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন অভিনেত্রী।

আরো খবর: বৃষ্টি বা ফুলের স্ব’প্ন দেখেছেন সম্প্র’তি? মা লক্ষ্মীর আশীর্বাদ থা’ক’বে আপনার বাড়িতে!

কিন্তু প্রথম ছবিতেই তিনি দ্বিতীয় নারী হয়ে থেকে গিয়েছিলেন আর কোনদিনই প্রথম নারী হয়ে ফিরে আসা হয়নি অভিনেত্রীর। তারপরে আবার বাংলা চলচ্চিত্রে ফিরে এসেছিলেন, কিন্তু টলি পাড়া তাঁকে আর আপন করে নেয়নি। তাঁর আত্মগরিমা তাঁর কেরিয়ার শেষ করে দিয়েছে। তবে তার শেষ ছবিও হিট হয়েছিল।