সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বৃষ্টি বা ফুলের স্ব’প্ন দেখেছেন সম্প্র’তি? মা লক্ষ্মীর আশীর্বাদ থা’ক’বে আপনার বাড়িতে!

স্বপ্নবিজ্ঞানে অনেকেই বিশ্বাস করেন। মানুষ মাত্রই স্বপ্ন দেখে আর এইসব স্বপ্নের নির্দিষ্ট কিছু মানে রয়েছে। জ্যোতিষীরা জানান প্রতিটি স্বপ্নের অর্থ রয়েছে যা কখনো ভালো আবার কখনো খারাপ দিক ইঙ্গিত করে। তবে আপনি কি জানেন বেশ কয়েকটি স্বপ্ন দেখলে মা লক্ষ্মী আশীর্বাদ বর্ষণ করেন। সুখ সমৃদ্ধি নিয়ে আসেন তিনি।

আপনি কি দেখেন এইসব স্বপ্ন! ফুল এবং গয়নার স্বপ্ন, অনেক রকম লাল ও হলুদ এবং লাল ফুল একসঙ্গে দেখলে মনে করবেন ধন লাভ হতে চলেছে। খোলা আকাশের নিচে ফুলের স্বপ্ন দেখলে মা লক্ষ্মী খুব তাড়াতাড়ি আপনার ঘরে পদার্পণ করবে। আবার গয়নার স্বপ্ন দেখা মানে ধনলাভ। ভারী বৃষ্টিপাতের স্বপ্ন দেখা মানে সর্দি কাশি নয় বরং অর্থ লাভ হবে আপনার।

লাল শাড়ির স্বপ্ন দেখেছেন কি! মা লক্ষ্মী লাল অত্যন্ত পছন্দ করেন। লক্ষ্মী পূজার সময় লাল বস্ত্র অর্পণ করা হয়। তাই লাল শাড়ির স্বপ্ন দেখলে তা জীবনে সৌভাগ্যের ইঙ্গিত দেয়। আবার দীর্ঘদিনের অর্থাৎ কেটে যেতে পারে এই লাল শাড়ি দেখলে। মন্দিরের স্বপ্নকেও শুভ বলে মনে করা হয়। এমন স্বপ্ন ধনসম্পত্তি লাভের দিকে ইশারা করে।

আরো খবর: আ’রো পারদ নামার আ’শ’ঙ্কা, মকর সংক্রান্তিতে কেমন থাকবে আবহাওয়া?

অনেকে আবার দেখেন সঞ্চয় করছেন সে ক্ষেত্রে আপনার জীবনে প্রচুর ধনসম্পত্তির আগমন হতে পারে। আর্থিক পরিস্থিতি উন্নতি হয় এবং দীর্ঘদিনের দুর্ভাগ্য কেটে যেতে পারে। অনেকে উঁচুতে ওঠার স্বপ্ন দেখেন এই স্বপ্ন উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়। যদি কোন সিঁড়ি বা পাহাড় বেয়ে উপরে ওঠার স্বপ্ন দেখেন তবে বুঝবেন আপনার উন্নতি কেউ আটকাতে পারবেনা।

অনেকে আবার সকালে কিংবা রাত্রে দাঁত মাজার স্বপ্ন দেখতে পান যা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এমন স্বপ্ন দেখে বুঝবেন আপনার ওপর লক্ষ্মী সবিশেষ আশীর্বাদ করেছেন এমনকি শীঘ্রই ধন লাভ হতে পারে। নতুন কোন চাকরি কিংবা ব্যবসা শুরু করতে পারেন