সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সময় ৩ বছর, সামরিক সরঞ্জাম আমদানিতে ব্যা’প’ক কাটছাঁট, তালিকা প্র’কা’শ

হাতে আর মাত্র তিন বছর সময় আছে। এই সময়সীমার মধ্যে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক সামরিক খাতে যতটা সম্ভব বিদেশি সমরাস্ত্র বরাদ্দ করার ক্ষেত্রে আমদানিতে কাটছাঁট করতে চাইছে। এই মুহূর্তে বিদেশ থেকে 351টি সিস্টেম এবং সামগ্রী আমদানিতে কাটছাঁট করতে চাইছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক।

প্রতিবছর আমদানি খাতে 3 হাজার কোটি টাকা খরচ হয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের। 2022 সালের ডিসেম্বর থেকে শুরু করে আগামী তিন বছরের মধ্যে প্রতিবছর আমদানি খাতে যে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে সেটা কমাতে চাইছে ভারতের প্রতিরক্ষামন্ত্রক। বলতে গেলে আত্মনির্ভর ভারতের পথে আরও এক কদম এগোতে চাইছে ভারত সরকার।

গত 16 মাসে তৃতীয় বার এমন একটি তালিকা প্রকাশ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে। দেশের মধ্যেই যাতে মিলিটারি হার্ডওয়ারের উন্নয়ন এবং প্রস্তুতকরণ হাব তৈরি করা যায় সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। এই মুহূর্তে 351 টি আইটেমের কথা উল্লেখ করা হয়েছে এই তালিকাতে। এর মধ্যে রয়েছে মিসাইল হানার সতর্কতামূলক সেন্সর, প্রপেলান্টস, ইলেকট্রিক্যাল পার্টস, মিসাইল কন্টেইনার, টর্পেডো টিউব লঞ্চার, গান ফায়ার কন্ট্রোল সিস্টেমসহ আরো অন্যান্য প্রতিরক্ষাসামগ্রী।

2022 সালের ডিসেম্বর মাস থেকে 172 টি সিস্টেম এবং কম্পোনেন্টের আমদানি বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। 2023 সালে ডিসেম্বর থেকে আরও 89 টির সামগ্রী এবং 2024 সালের ডিসেম্বর মাসে 90 টি আইটেম আমদানি কমানো হবে। এই বিধি-নিষেধ আরোপ হয়ে গেলে এই সমস্ত সামগ্রী ভারতীয় কারখানা থেকেই নিতে হবে। আত্মনির্ভরতার পথে এক কদম এগিয়ে যাবে ভারত। সঙ্গে প্রতিবছর 3 হাজার কোটি টাকা বাঁচবে।